ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেলান্দহে সোলার প্যানেল বিতরণ

প্রকাশিত: ০৪:১৪, ৩০ জুলাই ২০১৭

মেলান্দহে সোলার  প্যানেল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ জুলাই ॥ শিক্ষার্থীদের হাতে সোলার প্যানেল তুলে দিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই উপহার দেন। অনেক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করেন। এই সোলার প্যানেলও প্রধানমন্ত্রীর উপহার। বিদ্যুতের আলোতে তোমরা আরও বেশি বেশি পড়ালেখা করতে পারো প্রধানমন্ত্রী তোমাদের সেই ব্যবস্থা করে দিলেন। প্রতিমন্ত্রী মির্জা আজম শনিবার দুপুরে মেলান্দহ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিনি উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১৬ ছাত্রছাত্রীদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে সোলার প্যানেল দেন। প্রতিটি সোলার প্যানেল ২০ হাজার ৮০০ টাকা হিসেবে ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজার সভাপতিত্বে সোলার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান চান, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আকন্দ, সোলার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সান হোম এনার্জি লি. এর মহাব্যবস্থাপক শরিফ আল আমিন প্রমুখ।
×