ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেল ‘এক পলকের দেখা’

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ জুলাই ২০১৭

ছাড়পত্র পেল ‘এক পলকের দেখা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এ আর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘এক পলকের দেখা’। পরিচালক জানান, সব কিছু ঠিক থাকলে নবাগত মুখ সালমান জাফরী ও সাবনীর অভিনীত এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ আগস্ট। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে সালমান জাফরী বলেন, এ চলচ্চিত্রে কাজ করার আগে আমি প্রায় দু’বছর দেলোয়ার হোসেন দিলুর কাছে মার্শাল আর্ট শিখেছি। চরিত্রের প্রয়োজনেই আমাকে মার্শাল আর্ট রপ্ত করতে হয়েছে। কারণ চলচ্চিত্রটি রোমান্স ও এ্যাকশনধর্মী। ভিন্নধারার গল্প হওয়ায় দর্শকরা বেশ মজা পাবেন। গাঁটের টাকা খরচ করে নিরাশ হতে হবে না দর্শকদের। তিনি আরও বলেন, এরপরই সারওয়ার হোসেনের পরিচালনায় ‘ভালোবাসা দিওয়ানা’ নামে আমার অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। পরিচালক এ আর রহমান বলেন, চলচ্চিত্রের গল্পতে ভিন্নতা খুঁজে পাবেন দর্শকরা। গান রয়েছে মোট ৬টি। সাভার, গাজীপুর, উত্তরা, বসিলাসহ ঢাকার কিছু লোকেশনে এ ছবির শূটিং হয়েছে। চলচ্চিত্রটি সব গানের সঙ্গীত পরিচালনা করেছেন এফ এ সুমন। আশা করি, চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবেন। বাংলাদেশ ড্রাগন ফিল্মস পরিবেশিত এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মেহরাজ, রেবেকা, সুব্রত, সোহেল বাবু, সাজ্জাত শাওন, শামিম, দেলোয়ার হোসেন দিলু, আমির সিরাজী, লিয়াকত আলী নয়ন (সৌখিন) প্রমুখ। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিলু আর চিত্রনাট্য লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ।
×