ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৮:০৩, ২৯ জুলাই ২০১৭

ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩৫৩ রানের জবাবে মাত্র ১২৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। এর ফলে ২২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ফাপ ডু প্লেসিসের দল। হাতে রয়েছে দুই উইকেট। বৃহস্পতিবার শুরু হওয়া ওভাল টেস্টে প্রথম দিনে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতে কুক ৮৮ রানে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন বেন স্টোকস। শেষ পর্যন্ত তার শতরানের (১১২) সৌজন্যেই ৩৫৩ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে ৬১ রানে ৭ উইকেট পড়ে গেলে সফরকারীরা তিন অংকের কোটা স্পর্শ করতে পারবে কী না তাই নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে কাগিসো রাবাদার ৩০ এবং টেম্বা বাভুমার অপরাজিত ৩৪ রানের সৌজন্যেই ৮ উইকেট হারিয়ে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে সক্ষম হয় প্রোটিয়ারা। ইংল্যান্ডের টবি রোলান্ড জোন্স ৪টি এবং জেমস এ্যান্ডারসন লাভ করেন ২ উইকেট।
×