ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশকোনা হজ ক্যাম্পে জুমার নামাজে মুসল্লির ঢল

প্রকাশিত: ০৫:৪০, ২৯ জুলাই ২০১৭

আশকোনা হজ ক্যাম্পে জুমার নামাজে মুসল্লির ঢল

স্টাফ রিপোর্টার ॥ আশকোনা হজক্যাম্প এখন হজযাত্রীদের পদচারণায় মুখরিত। হজযাত্রী ও তাদের স্বজনদের উপচে পড়া ভিড়ের মধ্যে শুক্রবার জুমায় অংশ নেন দশ হাজার মুসল্লি। হজযাত্রীদের সঙ্গে জুমার নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ক্যাম্পে আসেন। এদিকে বাংলাদেশ থেকে সরকারী ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটের সকল হজযাত্রী মক্কা থেকে মদিনায় যাত্রা শুরু করেছেন। শুক্রবার প্রথম প্রহরে তাদের বিদায় জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছাড়া মৌসুমি হজ অফিসার (মক্কা) বিষয়টি তদারকি করেন। একই দিন কনসাল (হজ) জহিরুল ইসলামের নেতৃত্বে হজ আইটি দলের কর্মকর্তারা সিজেল টেকনোলজিসের সঙ্গে জরুরী সভা করেছেন। সভায় সৌদি আরবের হজ ব্যবস্থাপনা সিস্টেম (ই-হজ) এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। সর্বশেষ হজ কার্যক্রম তদারকি করতে শুক্রবার সকালে আশকোনা হজক্যাম্প পরিদর্শনে যান ধর্মবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ বিএইচ হারুণ ও ধর্মসচিব আবদুল জলিল। তারা সেখানে জুমার নামাজ আদায়ের সময় বেশ কজন হজযাত্রী অভিযোগ করেন, মসজিদের সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় ইমামের বয়ান শোনা যাচ্ছে না। প্রতি ওয়াক্ত নামাজের সময়েই মুসল্লিদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। জানতে চাইলে বিএইচ হারুণ বলেন, সাউন্ড সিস্টেম ও এসি চালুর করার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। এখন এটা চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। দুএকদিনের মধ্যেই এগুলোর সংযোগ দেয়া যাবে। বাংলাদেশ থেকে শুক্রবার পর্যন্ত সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় মোট ১৬ হাজার ৭৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারী ব্যবস্থাপনার ৩ হাজার ৪৬৪ জন ও বেসরকারী ব্যবস্থাপনার ১৩ হাজার ২৮৯ জন হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ঢাকায় সৌদি আরব দূতাবাস থেকে ৩০ হাজার হজযাত্রীকে ভিসা ইস্যু করা হয়েছে। অন্য বছরের তুলনায় এবার ভিসা নিয়ে কোন জটিলতা বা ধীরগতির অভিযোগ নেই বলে জানিয়েছেন কর্মকর্তা আব্দুর রহিম। হজ অফিস সূত্র জানায়, প্রতিদিন প্রতিরাতেই ঢাকা থেকে জেদ্দায় হজফ্লাইট যাচ্ছে। বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্সের ডেডিকেটেড ফ্লাইট ছাড়াও সিডিউল ফ্লাইটে নিয়মিত হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। দৈনিক কমপক্ষে আড়াই হাজারেরও বেশি হজযাত্রী এ দুটো এয়ারলাইন্সে সৌদির উদ্দেশে রওনা হচ্ছেন। জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত মোট ৬৩৫টি হজ এজেন্সির মাধ্যমে চলতি বছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গত ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
×