ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ জুলাই ২০১৭

উবাচ

চেরাগ স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়ার রেশ থেকে যাওয়ার মধ্যেই নেমে গেল বৃষ্টি। থই থই পানিতে তলিয়ে গেল ঢাকা। এই এক ঘণ্টা-দু’ঘণ্টার বৃষ্টির ধকল সামলানোর জন্য সিটি কর্পোরেশন-ওয়াসা বছর জুড়েই রাস্তার বুক চিরে ফেড়ে ফেলে। কিন্তু বৃষ্টি হলেই আবার যা তাই। গত কয়েকমাস ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নতুন করে ড্রেন নির্মাণও করা হয়েছে। কিন্তু মঙ্গল/বুধের বৃষ্টিতে ডুবে যাওয়া রাজধানী দেখে মনে হচ্ছে কাজের কাজ কিছুই হয়নি। তাহলে কেন বছর বছর রাস্তা খেঁাঁড়া হয়, বছর বছর বলা হয় আগামী বছর দেখি বৃষ্টি কি করে। আগামী বছর আসলে আবার নতুন প্রকল্প নেয়া হয়, আবার রাস্তা খোঁড়া হয়। এবার বৃষ্টির পর ঢাকার দুই অংশের মেয়রই রাস্তায় নেমেছিলেন। তারা নগরবাসীর দুরবস্থা নিজের চোখে দেখেছেন। কথা বলেছেন সংবাদ মাধ্যমে। অর্ধেক ঢাকার মেয়র আনিসুল হক পানি দেখে বলেছেন কিভাবে আলাদীনের চেরাগও পারবে না। তবে তিনি বলেছেন, আগামী বছর এই পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু নগরবাসী মনে করছেন সিটি কর্পোরেশন কোন দিনই এই জলমগ্নতা নিরসনের জন্য আলাদীনের প্রদীপে হাত ছোঁয়াবে না। কারণ প্রদীপের মধ্যের জ্বিনতো তিনটি ইচ্ছা পূরণ করে। নগরবাসীকে জলের মধ্যে থেকে টেনে তুলল সেই জ্বিন এবার যদি সে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে চায়, তাহলেইতো বিপদ। বছর বছর নতুন প্রকল্প না হলে সিটি কর্পোরেশন ওয়াসা করবে কি? এখনও খেলছি স্টাফ রিপোর্টার ॥ ক্ষণিকের বৃষ্টিতেই বন্দর নগরী চট্টগ্রামের রাস্তায় নৌকা নামে। গত নির্বাচনের আগেও সেই রকম বৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রাম নগরী আর কপাল পুড়ল সাবেক মেয়রের। সেই ফাঁকে চট্টগ্রামকে পানির তলা থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়ে মেয়র হলেন আ জ ম নাছির। কিন্তু এখনও ক্ষণিকের বৃষ্টিতেতো একই অবস্থা। কিন্তু মেয়র এই দুই বছর পর এসে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, জলাবদ্ধতা নিরসন অত সহজ না। কেউ যদি বাইরে থেকে মনে করেন, তাহলে হবে না। এই সংবাদে বলা হয়েছে মেয়র নাছির যখন সাক্ষাতকার দিচ্ছিলেন, তখনও নগরীর অনেক এলাকা ছিল জলমগ্ন। সঙ্গত কারণে মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে নিজের কর্মসূচীও পিছিয়ে দিতে হয়েছে তাকে। দুই বছরেও জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে না পারলেও নিজেকে এখনই ব্যর্থ মানতে নারাজ তিনি। নাছির বলছেন আমার দায়িত্ব এখনও শেষ হয়নি। এখনও আমি খেলছি। খেলা শেষ হওয়ার আগে তো আপনি (ব্যর্থ) বলতে পারেন না। টানা বৃষ্টিতে যখন তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম তখন দুষ্টু নাগরিকরা রাস্তায় নানান ভঙ্গিতে সেলফি তুলছেনতো তুলছেন আবার তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি মেয়রকে বিব্রত করতে পারে, কিন্তু মেয়র উল্টো বলছেন নির্বাচনে ভোটারের মন জয় করতে হয়। যে সমস্যা তখন ছিল, তার নিরিখে প্রচারণা চালানো হয়েছিল। তখন জলাবদ্ধতা ছিল প্রকট। তাহলে এখন কি প্রকট বলে মনে করছেন না মেয়র! ভুয়া স্টাফ রিপোর্টার ॥ দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘পরীক্ষাকেন্দ্রিক ও ভুয়া’ আখ্যায়িত করে শিক্ষার্থীদের এই শিক্ষার কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের এইচএসসির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা চাই না। লেখাপড়া নেই, পরীক্ষা এলে চাতকের মতো চেয়ে থাকা, কখন প্রশ্ন পাব। পরীক্ষাকেন্দ্রিক এই ভুয়া শিক্ষা ব্যবস্থার কোন প্রয়োজন নেই। নিজের ছাত্র জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, আমি রেজাল্ট ভাল করেছি, আবার রাজনীতিও করেছি, বই পড়েছি, লেখালেখি করেছি এখনও ফেসবুক করি, এখনও টুইটার করি। শুধু বই পড়ে নয়, মেধাবী হতে হলে ‘সর্বশেষ তথ্য’ জেনে নেওয়ার উপদেশ দেন তিনি। তুমি লেটেস্ট ইনফরমেশন না জানলে কখনও মেধাবী হতে পারবে না, মেধাবী শুধু বই পড়ে হওয়া যায় না।
×