ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ জুলাই ২০১৭

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন

নাহি এ্যালুমিনিয়াম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে নাহি এ্যালুমিনিয়াম লিমিটেড পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা। আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এ সময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা। সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে রেকিট বেনকিসার পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিসার (বিডি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৩১, ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের চূড়ান্ত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৪০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এবং ৩৭৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ । এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫০ টাকা ২ পয়সা। -অর্থনৈতিক
×