ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমে কিডনির রক্তনালীতে সফল রিং সংযোজন

প্রকাশিত: ০৪:৫৫, ২৭ জুলাই ২০১৭

শেবাচিমে কিডনির রক্তনালীতে সফল রিং সংযোজন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৫০ বছর বয়সের এক রোগীর দুটি কিডনির রক্তনালিতে বুধবার দুপুরে প্রথমবারের মতো সফলভাবে রিং সংযোজন করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একমাত্র ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসক ডাঃ এম সালেহ উদ্দিন। আর এ জন্য সার্জন ফি বাবদ রোগীর খরচ হয়েছে মাত্র দুই হাজার টাকা। রিং সংযোজনের পর সুস্থ আছেন মুদি ব্যবসায়ী চার সন্তানের জনক বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের জয়নাল আবেদীন। জানা গেছে, শেবাচিমে একাধিক রোগীর হাটে রিং আর প্রেসমেকার সংযোজনের পর বুধবার প্রথমবারের মতো দুটি কিডনির রক্তনালীতে সফলভাবে রিং সংযোজন করা হয়েছে। রোগীর স্ত্রী ফাতেমা বেগম জানান, ঢাকার একটি ক্লিনিকে তার স্বামীর দুটি কিডনির রক্তনালিতে রিং সংযোজনের জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয়েছিল। অর্থাভাবে সেখানে রিং সংযোজন করা সম্ভব হয়নি। অবশেষে রোগীর স্বজনরা এক লাখ ৩০ হাজার টাকায় দুটি রিং ক্রয়ের পর হাসপাতালে মাত্র দুই হাজার টাকা ফি জমা দিয়ে সেই একই রিং সংযোজন করিয়েছেন। শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডাঃ এম সালেহ উদ্দিন জানান, রোগী জয়নাল আবেদীনের কিডনির রক্তনালীতে জরুরীভিত্তিতে রিং সংযোজন করা না হলে তার কিডনি দুটিই নষ্ট হয়ে যেত। মাত্র ৩০ মিনিটের মধ্যে রোগীর এই অস্ত্রপচার সম্পন্ন করা হয়েছে। রোগী বর্তমানে সুস্থ রয়েছেন।
×