ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের তারবিহীন হেডফোন

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ জুলাই ২০১৭

 স্যামসাংয়ের তারবিহীন হেডফোন

স্মার্টফোনের সঙ্গে তারবিহীন ইয়ারপ্লাগ আনবে স্যামসাং। এই ইয়ারফোনে ‘নয়েজ ক্যানসেলিং’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি গ্যালাক্সি এস৮ আর এস৮ প্লাস এর সঙ্গেও চলবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের ২৩ আগস্ট উন্মোচিত হবে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি নোট ডিভাইস। নিউইয়র্ক সিটিতে উন্মোচন ইভেন্টের জন্য আনুষ্ঠানিক নিমন্ত্রণ পাঠিয়েছে দক্ষিণ কোরীয় স্মার্টফোন জায়ান্ট প্রতিষ্ঠানটি। স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ সেপ্টেম্বরে উন্মোচন করবে। গ্যালাক্সি এস৮-এর চেয়ে নোট ৮ কিছুটা লম্বা ও চওড়া হবে বলে ধারণা করা হচ্ছে। আর এস৮ এর গোলাকার কোনাগুলোর চেয়ে এটির পর্দা কিছুটা চার কোনা আকারের হবে বলেও আভাস পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এস৮-এর পর্দাকে ‘ইনফিনিটি ডিসপ্লে’ দাবি করেছে স্যামসাং। এটির পর্দার আকার হবে ৬ দশমিক ৪ ইঞ্চি, যেখানে গ্যালাক্সি এস৮ প্লাস-এর পর্দা ৬ দশমিক ২ ইঞ্চি। -সিএনবিসি
×