ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে পুলিশ দম্পতির বাসা থেকে গৃহকর্মী রাসেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুলাই ২০১৭

মিরপুরে পুলিশ দম্পতির বাসা থেকে গৃহকর্মী রাসেলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এক পুলিশ দম্পতির বাসা থেকে ১৭ বছর বয়সী এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ দম্পতির দাবি, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছে। তবে নিহতের পিতার দাবি, রাসেলকে হত্যা করা হয়েছে। আর তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলছেন, আত্মহত্যার অনেক আলামত মৃত রাসেলের মধ্যে দেখা যায়নি। এ জন্য রাসেলের মৃত্যু আত্মহত্যার কারণে হয়েছে কিনা তা স্পষ্ট নয়। রাসেলের মৃত্যুর কারণ জানতে তার পোস্ট মর্টেমের প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাসেলের পোস্ট মর্টেমের সঙ্গে জড়িতরা বলছেন, রাসেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে গৃহকর্মী রাসেলের লাশ উদ্ধার করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায়। তিনি জনকণ্ঠকে বলেন, লাশ উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রাসেলের পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে। পোস্ট মর্টেমকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে জানান, রাসেলের মৃত্যু রহস্যজনক। এসআই অজিত রায় বলছেন, সুরতহাল রিপোর্ট তার হাতে আসেনি। রিপোর্ট পাওয়ার পর রাসেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আত্মহত্যার ঘটনায় সাধারণত মৃত্যের শরীরে যেসব আলামত থাকে, রাসেলের ক্ষেত্রে অনেক আলামত অনুপস্থিত। বিশেষ করে জিহ্বা বের হয়ে যাওয়া, মল বেরিয়ে যাওয়াসহ বেশকিছু আলামত সব আত্মহত্যার ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। রাসেলের ক্ষেত্রে এসব আলামত ছাড়াও আরও কিছু আলামত অনুপস্থিত।
×