ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ১১

প্রকাশিত: ০৫:১৫, ২৪ জুলাই ২০১৭

টাঙ্গাইলে বিএনপির  দু’গ্রুপের সংঘর্ষে  আহত ২০ ॥  আটক ১১

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জুলাই ॥ টাঙ্গাইলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূর্চী প- হয়ে গেছে। রবিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ কর্মসূচী চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য ও সাংবাদিকসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশ বিএনপির অন্তত ১১ জনকে আটক করেছে। এদিকে দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেননি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী আয়োজন করা হয়। সকালে তাদের কর্মসূচী শুরু হয়। তবে বিএনপির বিদ্রোহী গ্রুপ প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকে। একপর্যাযে উভয় গ্রুপ থেমে থেমে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে প্রেসক্লাব ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও পথচারী এবং যানবাহনচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। দু’গ্রুপের ইটপাটকেলের আঘাতে টাঙ্গাইল প্রেসক্লাবের দরজা-জানালা ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আধা ঘণ্টা চলে। এতে শহরের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। শহরের সব দেকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েক সদস্য আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক ও বেশ কয়েকটি চাপাতি উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের সহযোগিতায় বিএনপির বিদ্রোহী একটি গ্রুপের নেতাকর্মীরা পরিকল্পিকভাবে হামলা চালায়। আমাদের কর্মসূচী প- করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
×