ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় দুই সহোদর গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৭, ২২ জুলাই ২০১৭

দিনাজপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় দুই সহোদর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চাঞ্চল্যকর ধন্য রাম হত্যা মামলার দুই সহোদর আসামিকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুরের কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ ধন্য রাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিরলী গ্রামের মৃত ফজলুল হকের দুই পুত্র আব্দুল জব্বার ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। শুক্রবার দুইজনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রবিবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের বিরলী গ্রামের মৃত নন্দী রাম রায়ের ১০ম শ্রেণীর ছাত্র ধন্য রাম রায়কে ২ জুন বেলা ১১টায় পিটিয়ে হত্যা করা হয়। ধন্য রামের ধানের বীজ তলায় আসামিদের গরু ঢুকে বীজ নষ্ট করলে ধন্য রাম গরু আটকে রাখে। এ খবর শোনার পর আসামিরা দল বেঁধে ধন্য রামের বাড়িতে গিয়ে তাকে ও তার মা পারনা বালা রায়কে বেদম মারপিট করে। এক পর্যায়ে হামলাকারীরা ধন্য রামকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে তরলা আদিবাসী স্কুল মাঠে আবারও বেদম মারধর করে তার অ-কোষ ইট দিয়ে থেঁতলে দিয়ে তাকে সেখানে ফেলে চলে যায়। গ্রামের সোহেল রানা ও নীরেন চন্দ্র রায় তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দিতে যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২১ জুলাই ॥ দাউদকান্দি উপজেলার রায়পুর স্কুল মাঠে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম সবুজকে গুলি করার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ছান্দ্রা গ্রামের রজ্জব আলীর ছেলে মোকাররম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন তিতাস উজেলার সাইফুল ইসলাম নামের আরও এক যুবককে ও আটক করা হয়। পুলিশ জানায়, মাহাবুবুল আলম সবুজের সঙ্গে দীর্ঘদিন যাবত মোকাররম মোল্লার ব্যক্তিগত শক্রতা চলছে এবং এ সম্মেলন শুরু হওয়ার আগে ও মোকাররম মোল্লা ও মাহাবুবুল আলম সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মোকাররম মোল্লা ক্ষুব্ধ হয়ে মাহাবুবুল আলম সবুজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। কালকিনিতে ১৫ গোখরা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ জুলাই ॥ এ বর্ষাকালে বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালকিনি পৌর এলাকার পালরদ্দি নদীর পাড়ের গুচ্ছগ্রাম থেকে ১৫টি বিষধর গোখরা উদ্ধার করা হয়েছে। এ খবরে সাধারণ মানুষের মাঝে চরম সাপ আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার সকালে গোখরাগুলো উদ্ধারের পর তা মেরে ফেলেছে স্থানীয় জনতা। জানা গেছে, পৌর এলাকার গুচ্ছগ্রামের একটি রান্নাঘরের প্লাস্টিকের কাগজের নিচে গোখরা সাপগুলো প্রথমে দেখতে পান জহিরুদ্দিন নামের এক দোকানি। দশ গ্রাম আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া, আটগাঁও পাখিপাড়া, ফুটকিবাড়ি স্কুলপাড়া, ফুটকিবাড়ি উপজাতিপাড়া, সাদামহল, মতিজাপুর ডিঘীপাড়াসহ ১০টি গ্রাম অন্ধকার থেকে আলোকিত করেছেন। শুক্রবার দুপুরে বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিলাব্রত কর্মকার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু, দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান প্রমুখ। ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার প্রত্যন্ত বেগমগঞ্জ ইউনিয়নের ৭টি চরে সনিক প্রাইম গ্রুপের উদ্যোগে বন্যা কবলিতদের এক হাজার ১শ’ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে বেগমগঞ্জ ইউনিয়নের চর বতুয়াতুলি, উত্তর ও দক্ষিণ বালাডোবা, কালিগঞ্জ, ফকিরের চর, ভগলেরকুটি সরকারপাড়া ও বিন্দুর চরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর প্রাইম মেডিক্যাল কলেজের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস ছোবহান, আরশাদ আলী সরকার, আলহাজ নুরুল আমিন সরদার, রাজু আহমেদ, খোকন সরকার, আব্দুর রাজ্জাক প্রমুখ।
×