ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৫৬, ২১ জুলাই ২০১৭

ছ বি র  গ ল্প

কয়েক হাজার ছবির ভেতর থেকে ড্রোন ক্যামেরায় তোলা সেরা ছবি বাছাই করেন বিচারকরা। প্রতিবছর আকাশ থেকে বা উচ্চতা থেকে তোলা ছবির একটি প্রতিযোগিতার আয়োজন করে অনলাইন সাইট ড্রোনস্ট্রাগ্রাম। সেরা কয়েকটি ছবি তুলে ধরা হল। ভিয়েতনামের মেকং অববাহিকার একটি নদীতে একজন শাপলা ফুল তুলছেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি। তুলেছেন হিলিয়োস। রোমানিয়ার ট্রান্সস্যালভানিয়ার একটি দৃশ্য। এটি আসলে একটি রাস্তা, একেবেকে চলে গেছে। ছবি তুলেছেন ক্লেইন স্ট্যান। গ্রীনল্যান্ডের উপকূলে সাগরের পানি জমাট বেধে বরফ হতে চলেছে। ছবিটি তুলেছেন ফ্লোরেইন। সূত্র : বিবিসি
×