ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নৌবাণিজ্য প্রিন্সিপাল অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৪:১১, ২১ জুলাই ২০১৭

চট্টগ্রামে নৌবাণিজ্য প্রিন্সিপাল অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌবাণিজ্য দফতর চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাণিজ্য) আবদুল কুদ্দুসের নেতৃত্বাধীন কমিটি এ তদন্ত কাজ শুরু করে। সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে একটি টিম গত বুধবার চট্টগ্রামে আসেন। নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে নৌবাণিজ্য দফতরের এ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। অভিযোগগুলোর মধ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী ‘এলসিটি কুতুবদিয়া’ এবং ‘এলসিটি কাজল’ মারাত্মকভাবে ত্রুটিযুক্ত হওয়া সত্ত্বেও এগুলোকে সার্ভে সনদ এবং চলাচলের অনুমতি প্রদান। গত বছরের নবেম্বর মাসে পরিচালিত এক সার্ভেতে এলসিটি কাজল নামের জাহাজটির ১৯টি ত্রুটি ধরা পড়ে। কিন্তু জাহাজটিকে ডকে না উঠিয়ে আরও তিন মাস চলাচল করার অনুমতি দেয়া হয়। এলসিটি কুতুবদিয়া নামের অপর জাহাজটিও বেশ ত্রুটিপূর্ণ। কিন্তু সেটিও চলছে অনুমোদন নিয়েই। এ দুই জাহাজের চলাচল অনুমোদন শিপিং অধ্যাদেশের পরিপন্থী বলে অভিযোগ করা হয়। আনীত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, জাহাজের নক্সা অনুমোদনে ঘুষ গ্রহণের অভিযোগে এর আগে গ্রেফতার হয়েছেন নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য এ কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বেরোবির সাবেক ভিসিসহ ২ জন কারাগারে নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২০ জুলাই ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিস্ট্রার শাজাহান আলী ম-লকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ (স্পেশাল-১) আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক হুমায়ন কবীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় বাকি তিন কর্মকর্তা অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিজিএম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব শাখা) খন্দকার আশরাফুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই দুর্নীতির মাধ্যমে ২৭৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন সাবেক ভিসি ড. প্রফেসর আব্দুল জলিল মিয়া। এতে সরকারের ৮৯ লাখ ৭৯ হাজার ৬২০ টাকা ক্ষতি হয়। সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত মিরাজ মিয়া (২০) কাভার্ডভ্যানের হেলপার। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। মিরাজ মিয়া বান্দরবান জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ঝিনাইদহে চালক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহ শহরের গোপিনাথপুর এলাকায় পিকআপ ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ফজলু মিয়া (৩০) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু মিয়া কুমিল্লার দাউদকান্দির শাওলাপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে মেহেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল।
×