ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জারেও বিজ্ঞাপন

প্রকাশিত: ০৬:০০, ২০ জুলাই ২০১৭

মেসেঞ্জারেও বিজ্ঞাপন

মেসেঞ্জারে আলাদাভাবে বিজ্ঞাপন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেসবুক। ইতোমধ্যে এটা পরীক্ষামূলকভাবে চালু করেছে তারা। কাজটিতে সফল হলে শীঘ্রই মেসেঞ্জারে বিজ্ঞাপন দেখতে হবে গ্রাহকদের। গত সপ্তাহে এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে মেসেঞ্জার কর্তৃপক্ষ। কয়েক দিন আগে ফেসবুক থেকে মেসেঞ্জার এ্যাপকে আলাদা করা হয়। ফলে দুটি মাধ্যম পৃথকভাবে ব্যবহার করতে বাধ্য হন গ্রাহকরা। বর্তমানে মেসেঞ্জারে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিরও বেশি। এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর সামনে আলাদাভাবে বিজ্ঞাপন উপস্থাপনের মাধ্যমে বাড়তি আয়ের পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। মেসেঞ্জারে বিজ্ঞাপন কার্যক্রম শুরু হলে এ্যাপটির হোম ট্যাবেই সেগুলো দেখা যাবে। এ ক্ষেত্রে কেউ যদি প্রদর্শিত কোন বিষয়ের ওপর আগ্রহী হন, তাহলে সেখানে ক্লিক করলে সরাসরি বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে চলে যেতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে একসেঞ্চার বাংলাদেশের বাজার থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান একসেঞ্চার কমিউনিকেশন্স এ্যান্ড সলিউশনস লিমিটেড। কোম্পানিটির এমন সিদ্ধান্তে আগামী নবেম্ব^রের শেষে চাকরি হারাচ্ছেন ৫৫৬ কর্মী। একসেঞ্চার অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু গত ১৭ জুলাই এক ই-মেইলে খবরটি নিশ্চিত করেন। উল্লেখ, ২০১৩ সালে ‘গ্রামীণফোন আইটি’ বা জিপি আইটিন ৫১ শতাংশ শেয়ার কিনে নেয় একসেঞ্চার। একসেঞ্চার অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু তার ই-মেইলে জানিয়েছেন, একসেঞ্চার বাংলাদেশের কর্মীদের শেষ কর্মদিবস হবে ৩০ নবেম্বর, বৃহস্পতিবার। এই দিন পর্যন্ত কর্মীরা তাদের পুরনো সব সুবিধাও উপভোগ করতে পারবেন। তিনি জানিয়েছেন, চাকরি হারানো কর্মীদের কেউ কেউ গ্রামীণফোনের নতুন আরেকটি উদ্যোগ ‘উইপ্রো’তে নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছেন কাদাম্বু। তবে সেখানে ঠিক কত লোকের চাকরি হবে, সেটা জানাননি তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×