ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আইনমন্ত্রী

তারেক রহমানকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে

প্রকাশিত: ০৫:৫২, ২০ জুলাই ২০১৭

তারেক রহমানকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমানের বিষয়ে আমরা ইন্টারপোলকে জানিয়েছি। সে একজন সাজাপ্রাপ্ত আসামি, এখন ফেরারি। তাকে দেশে ফেরানোর ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলবে। বুধবার বিকেলে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইসিটি আইনের ৫৭ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু অপরাধ। সেই অপরাধগুলোকে আইনের আওতায় আনতে হবে। এগুলো বাদ দেয়া যাবে না। তবে ৫৭ ধারায় কোন নাগরিক যাতে হয়রানির শিকার না হন সেই ব্যাপারে ব্যবস্থা থাকবে। ৫৭ ধারা এখন যেরূপে আছে সেই রূপে থাকবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি অভিশংসন রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোন দূরত্ব সৃষ্টি হয়নি। তবে এটি নিয়ে দ্বিমত থাকতেই পারে, তাই আলোচনা চলছে। এর মধ্যে দিয়ে আপনারা গণতন্ত্রের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দেশ ও জাতি সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল-হক। এর আগে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিফ জুডিশিয়াল বহুতল আদালত ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দুই বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে ২০১৪ সালের শেষে ভবন আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা থাকলে নানান জটিলতায় ভবনটির কাজ শেষ হতে লেগেছে ৫ বছর। ভবনে সংশ্লিষ্ট আদালতের আওতাধীন ১০টি এজলাস একযোগে বিচার কাজ চলতে পারবে। বিচারক, আইনজীবী, পুলিশ, বিচারপ্রাথী, আসামি ও বিবাদীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সুবিধা নিশ্চিত হবে। ভবনটির ভিত্তি কাঠামো ১২ তলার। প্রথম পর্যায়ে আট তলার নির্মাণ কাজ শেষ হয়েছে।
×