ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ ভিক্ষুককে পুনর্বাসন

প্রকাশিত: ০৭:০৭, ১৯ জুলাই ২০১৭

১৫ ভিক্ষুককে পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৮ জুলাই ॥ ১৫ ভিক্ষুকএখন থেকে ভিক্ষা না করে কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে তাদের পুনর্বাসন করেছে সরকার। এ ভিক্ষুকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এ কর্মসংস্থানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ। এসব ভিক্ষুকদের মধ্যে যারা পাড়া-মহল্লায়, স্টেশন কিংবা নানা স্থানে হাত পেতে ভিক্ষা করার পরিবর্তে তাদের যোগ্যতা অনুযায়ী কেউ ক্ষুদ্র চা দোকানদার, কেউ মুরগি লালন-পালন আবার কেউ ফেরিওয়ালা হয়ে অর্থ উপার্জন করতে পারবে। ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় নেতৃবর্গ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা চরে তারা ত্রাণ বিতরণ করেন। এ সময় তারা ৪৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। এর মধ্যে চাল ৫ কেজি, শুকনো খাবার ৩ কেজি, লবণ, চিনি, খাবার স্যালাইন ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৮ জুলাই ॥ টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি কিশোরগঞ্জের তারাইল থানার কৌলি গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
×