ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০১, ১৯ জুলাই ২০১৭

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ঘোষিত রোডম্যাপকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে নির্বাচন কমিশনের (ইসি) নীলনক্সার সূচনা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সহায়ক সরকারের বিষয়ে সমঝোতার আগে নির্বাচন কমিশনের এ রোডম্যাপ ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, রোডম্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই নির্বাচন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে না। সকল দলকে সমান সুযোগ দিতে না পারলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ব্যর্থ হবে। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, নির্বাচন কমিশনের এমন বক্তব্য প্রধানমন্ত্রী ও এমপি-মন্ত্রীদের মতো হয়েছে। অথচ সবাই বিশ্বাস করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন নিশ্চিত করতে এ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। ফখরুল বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ জাতির আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। এর মাধ্যমে পুরনো কায়দায় আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করা হয়েছে। তাই এ রোডম্যাপে জাতি চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। অথচ জাতির প্রত্যাশা ছিল, নির্বাচন কমিশন সকল ভয়ভীতি ও প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আর সেই লক্ষ্যেই সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কিন্তু নির্বাচন কমিশন জাতির সেই আশাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যেনতেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে হবে এবং সকলকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার নির্র্বাচিত সরকার নয়। বর্তমান সংসদে কোন বিরোধী দল নেই। এ সরকারের নৈতিক ভিত্তি নেই তাই ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে আরেকটি নির্বাচন করতে চায়। মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন আরেকটি রকিবমার্কা কমিশনে পরিণত হতে চলেছে। এই নির্বাচন কমিশন যে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না তা স্পষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি সাড়া দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপে সাড়া দেয়া অনেক পরের কথা। তার আগে বিএনপির প্রত্যাশা, নির্র্বাচন কমিশন বাস্তবতা উপলব্ধি করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নেবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন। নির্বাচনকালীন সরকার যদি দলীয় সরকার থাকে তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই আমরা মনে করি, এতে ষড়যন্ত্র আছে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন সম্ভব নয় সরকারী দলের নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হয়। এখানে সংবিধানের কথা বলে লাভ নেই। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। সংবিধান জনস্বার্থের উর্ধে নয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। পালিয়ে যাওয়া খালেদার চরিত্র নয় Ñরিজভী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পালিয়ে গেছেন বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পালিয়ে যাওয়া খালেদা জিয়ার চরিত্র নয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গুম হওয়া নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে ফিরে পাওয়ার দাবিতে ‘নরসিংদীবাসী’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জনগণ ও গণতন্ত্রের পক্ষে আন্দোলন করবেন। খালেদা জিয়া জনগণের কাছে যে ওয়াদা করেন সেই কাজ অবশ্যই করেন। ছাত্রদল নেতা নাহিদ গুমের ঘটনার নিন্দা প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, এ সরকারের আমলে ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী গুম হয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ। খালেদা জিয়া দেশে ফেরার পর বিএনপি আন্দোলনে নামবে Ñহাফিজ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ফেরার পর বিএনপি আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, দেশের অধিকাংশ ধর্ষণের ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত। আর ছাত্রলীগ জড়িত থাকায় সরকার এসব ঘটনার বিচার করে না। তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে পাকিস্তান আমলের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। ১৯৫৪ এবং ১৯৭০ সালের নির্বাচনেও ভোটারদের ওপর হস্তক্ষেপ করা হয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০১৪ সালের নির্বাচনে ভোটবিহীনভাবে ক্ষমতায় এসে এই অপকর্মগুলো করছে বর্তমান সরকার। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের নেতা অধ্যাপক আস স ম মোস্তফা কামাল প্রমুখ।
×