ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:১৫, ১৮ জুলাই ২০১৭

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, ১৭ জুলাই, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ॥ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রিতে সামাজিকভাবে বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, ভবিষ্যতে মাদক বিক্রিতে বাধা দিলে গলা কেটে হত্যা করবে বলে হুমকি দিয়েছে মাদক বিক্রেতারা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার তাড়াইল এলাকায়। তাড়াইল এলাকার ফরিদ আলী মিয়ার ছেলে ইট ব্যবসায়ী আহত রাশেদ জানান, দীর্ঘদিন যাবত তাড়াইল এলাকায় শাহজাহানের ছেলে আলমগীর, আব্দুর রশিদ মিয়ার ছেলে মোমেন, মিলন মিয়ার ছেলে শরীফ, বিরাব এলাকার মজিবুর মিয়ার ছেলে রকি ও রাকিবসহ ইব্রাহিম, রবিন, হৃদয় এবং আরও ৪-৫ জন অজ্ঞাত লোকজন বিরাব ও তাড়াইল এলাকায় মাদক বিক্রি করে আসছে। এসব বিষয়ে বেশ কয়েকবার তাদের মাদক সেবন ও বিক্রিতে সামাজিকভাবে বাধা দিয়ে আসছিলেন। তারই জের ধরে গত সোমবার সকালে ইট বিক্রির দুই লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই মাদক বিক্রেতারা প্রতিবাদকারী রাশেদ মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
×