ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

প্রকাশিত: ০৩:৫৬, ১৮ জুলাই ২০১৭

মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী ২৬ জুলাই (বুধবার) ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গবর্নর ফজলে কবির ওই দিন সকালে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশেষ করে নির্বাচনের আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সূত্রে আরও জানা গেছে, মুদ্রানীতিতে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারী খাতে ঋণ যোগান যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে। ধারণা করা হচ্ছে, বেসরকারী খাতে এবারে ঋণ যোগানের প্রাক্কলন সামান্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। এ ছাড়া ব্যাংক ঋণ খাতে যেন প্রয়োজনীয় যোগান দেয়ার বিষয়েও নজর দেয়া হবে। গত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারী খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ বাড়ানোর কর্মসূচী নেয়া হয়। মে পর্যন্ত এ খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। অবশ্য সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার তুলনায় ১৮ হাজার ২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে। সৈয়দ আশরাফ সোনালী ব্যাংকের ডিএমডি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সৈয়দ আশরাফ উল আলম যোগদান করেছেন। তিনি সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং এর আগেও তিনি সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সুদীর্ঘ প্রায় ৩৩ বছরের ব্যাংকিং জীবনে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে যেমন, শিল্প ঋণ বিভাগ, অডিট এ্যান্ড ইনসপেকশন বিভাগ, প্রশাসন বিভাগ, মার্কেটিং ও ডেভেলপমেন্ট বিভাগ, সংস্থাপন ও কল্যাণ বিভাগ, প্ল্যানিং ও রিসার্চ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং শাখাপ্রধান ও জেনারেল ম্যানেজার হিসেবে বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখায় দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×