ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাণিজ্য বাড়ছে

প্রকাশিত: ০৪:১৫, ১৭ জুলাই ২০১৭

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাণিজ্য বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ওই দেশে ৪৬ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা ৩ হাজার ৭৬০ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৮৩ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে রাশিয়ায় মোট ৩১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। ২০১৬-১৭ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ শুধু জুন মাসে রাশিয়ায় পণ্য রফতানিতে বাংলাদেশের আয় হয়েছে ২১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৭৮৭ কোটি টাকা। আলোচ্য অর্থবছরে চীনে পণ্য রফতানিতে বাংলাদেশের মোট আয় হয়েছে ৯৪ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ওই দেশে পণ্য রফতানিতে আয়ের তুলনায় ১৭ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে চীনে পণ্য রফতানিতে আয় হয়েছিল ৮০ কোটি ৮১ লাখ ডলার।জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বাংলাদেশের আয় হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮২ হাজার ৯৭০ কোটি টাকা। মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে দুই দেশের ব্যবসায়ীরা অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে উভয় দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দু’দেশের ব্যবসায়ীরা। এছাড়া বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে দু’দেশের ব্যবসায়ীদের ভিসামুক্ত যাতায়াত সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। উভয় দেশে বিনিয়োগ সম্ভাবনার বিস্তারিত চিত্র তুলে ধরে শ্রীলঙ্কার পরারাষ্ট্রমন্ত্রী আশা করেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে পারলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপস্থিতিতে যেসব চুক্তি ও সমঝোতাস্মারক সই হয়েছে তা সামনের দিকে নিয়ে যাবে দু’দেশকে।বাংলাদেশ ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দুই দেশ। প্রায় ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ এবং ২ কোটি জনসংখ্যার শ্রীলঙ্কা বিভিন্ন খাতে একে অপরের চেয়ে এগিয়ে আছে। এছাড়া বাংলাদেশে প্রায় ৪০ হাজার শ্রীলঙ্কান চাকরি করেন। এদেশের বিভিন্নখাতে শ্রীলঙ্কান বিনিয়োগ ও যৌথ ব্যবসায়ও আছে। হোটেল রেডিসনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সামনে এসব তথ্য তুলে ধরে জানানো হয়, উভয় দেশেই বিভিন্নখাতে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ রয়েছে দুদেশের ব্যবসায়ীদের।
×