ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুর্কী রাষ্ট্রদূতের অভিযোগ

গুলেনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বেশ কিছু বাংলাদেশী জড়িত

প্রকাশিত: ০৮:২৫, ১৬ জুলাই ২০১৭

গুলেনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বেশ কিছু বাংলাদেশী জড়িত

কূটনৈতিক রিপোর্টার ॥ তুরস্কের ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কিছু বাংলাদেশী কাজ করছে বলে অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রদূত। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে তুরস্ক অবহিত করেছে বলেও জানান তিনি। তিনি এই সংগঠনের তৎপরতা রুখে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক শনিবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন। গত বছর ১৫ জুলাই তুরস্কে এক সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেয় সে দেশের জনগণ। বর্ষপূর্তিতে ঢাকায় সংবাদ সম্মেলন ডাকেন রাষ্ট্রদূত ওজতুর্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের আদর্শে প্রভাবিত সংগঠন এফইটিওর সঙ্গে বাংলাদেশের কিছু লোকও সন্ত্রাসী কর্মকা-ে যুক্ত। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে টার্কিশ হোপ স্কুলের কিছু তুর্কী নাগরিক এমন কর্মকা-ে জড়িত। এছাড়াও বাংলাদেশ-তুরস্ক চেম্বার অব কমার্সও এই কর্মকা-ে যুক্ত বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ-তুরস্ক চেম্বার অব কমার্স তুরস্ক সরকার দ্বারা কোন অনুমোদিত সংগঠন নয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো যাচ্ছে। রাষ্ট্রদূত বলেন, তুরস্কে সামরিক ক্যুর বিরুদ্ধে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান ব্যক্ত করেছিলেন। সন্ত্রাসের বিরুদ্ধে তুরস্ক শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিকে সমর্থন করে। তবে আমরা টার্কিশ হোপ স্কুল বন্ধের পক্ষে নই। কারণ, এখানে অন্তত দুই হাজার শিক্ষার্থী। কিন্তু স্কুলের কর্মকর্তা পর্যায়ের অনেকেই এফইটিওর নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে আমরা জানি। ব্যর্থ অভ্যুত্থানের পর অনেকেই এদেশ থেকে চলে গেছে। আবার কেউ কেউ রয়ে গেছে। তিনি বলেন, গুলেনের আদর্শে প্রভাবিত সন্ত্রাসীরা তুরস্ক, বাংলাদেশসহ বিশ্বের ১৫০ দেশে সক্রিয়। তারা তুরস্কের নাম নিয়ে এদেশে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছে, যার কোন অনুমোদন তুরস্ক সরকার দেয়নি।
×