ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্পত্তি নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে দুই ভাই আহত

প্রকাশিত: ০৫:২৪, ১৬ জুলাই ২০১৭

সম্পত্তি নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে দুই ভাই আহত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৫ জুলাই ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে বড় ভাই পক্ষের লোকজনের ছুরিকাঘাতে ছোট দুই ভাই আহত হয়েছে। আহতরা হলো উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল মোল্লা ও তার ভাই আসাদুজ্জামান মোল্লা। স্বজনরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ সালেহীন কবির নামে একজনকে আটক করেছে। সে আহতদের ভাতিজা। জানা গেছে, আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের জহির উদ্দীন মোল্লার মৃত্যুর পর ওয়ারিশান সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সড়ক দুর্ঘটনায় টেকনাফে ছাত্র নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সেলিম নামে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে উখিয়ার পালংখালীর রশিদ সওদাগরের ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মঞ্জুর জানান, টেকনাফ হোয়াইক্যং কেরুনতলীতে টেকনাফগামী ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হোয়াইক্যং কাটাখালী রওজাতুন্নবী (স) দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সেলিম (১৭) ঘটনাস্থলে মারা যায়। ফরিদপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় কাসেম সরদার (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সদরপুর-ফরিদপুর সড়কের কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাসেম সরদার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি থ্রি হুইলার মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে মাহেন্দ্রের সামনে বসা যাত্রী কাসেম সরদার ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে হেরোইনসহ ইউপি সদস্য আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। আশরাফ আলী উপজেলার শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি শলুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদেও রয়েছেন।
×