ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে ছেলেধরা আতঙ্কে অভিভাবকরা উদ্বিগ্ন

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ জুলাই ২০১৭

মেহেরপুরে ছেলেধরা আতঙ্কে অভিভাবকরা উদ্বিগ্ন

সংবাদদাতা, মেহেরপুর, ১৪ জুলাই ॥ মেহেরপুরে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এ আতঙ্ক। ফলে বাড়ির শিশু থেকে স্কুলগামী ছেলেমেয়েদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের বাইরে খেলাধুলা করতে দিতেও ভয় পাচ্ছেন। সব সময় চোখে চোখে রাখায় ছেলেমেয়েরা অনেকটা গৃহবন্দী হয়ে পড়েছে। এদিকে, ছেলেধরা গুজবকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনাও ঘটছে। গত মাসে জেলার ছয়টি স্থানে হামলার শিকার হয়েছে সাধারণ মানুষ। হামলা থেকে বাদ পড়েনি প্রতিবন্ধীরাও। সর্বপ্রথম জেলার সদর উপজেলার রাইপুর গ্রাম থেকে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বলে গুজব ওঠে। কিন্তু এ খবরের সত্যতা যাচাই হওয়ার আগেই মুখে মুখে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়ে ধরে নিয়ে যাচ্ছে। শুরু হয় ছেলেধরা আতঙ্ক। এ ঘটনার পর থেকে কোন অপরিচিত মানুষ দেখলেই ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া শুরু হয়। গত ১৬ জুন রাতে সদর উপজেলার আমঝুপিতে পারিবারিক কলহের জের ধরে একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েক দুষ্কৃতকারী। এতে বাধা দেয়ার সময় শিশুটির মা আহত হন। ১৮ জুন শহরের নতুনপাড়া মোড়ে ছেলেধরা সন্দেহে এক প্রতিবন্ধীকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ১৯ জুন গাংনী উপজেলার চেংগাড়াগাড়া থেকে দুই দিনমজুরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। ২৩ জুন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে চুয়াডাঙ্গা জেলার তিন নারী শ্রমিককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া দেয় বিক্ষুদ্ধ জনতা। গেল মঙ্গলবার প্রেমিকযুগল ও তাদের বন্ধু-বান্ধবকে ছেলেধরা সন্দেহে মুজিবনগর উপজেলার মোনখালি গ্রাম থেকে ধাওয়া করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হবে বলেও জানান তিনি।
×