ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে ২২ লাখ টাকার সোনার বারসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৫:৪১, ১৫ জুলাই ২০১৭

বেনাপোল বন্দরে ২২ লাখ টাকার সোনার বারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে আবারও ৫টি সোনার বারসহ জালাল আহম্মেদ সেলিম (৪৪) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে (পাসপোর্ট নম্বর- এএফ ৭৫৯১৩০৬) আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার সেতু মাতবরকান্দি গ্রামের ইয়াকুব আলী মুন্সীর ছেলে। আটক সোনার মূল্য প্রায় ২২ লাখ টাকা। বেনাপোল শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দার কয়েকজন কর্মকর্তা ইমিগ্রেশন ও নো-ম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে নো-ম্যান্সল্যান্ড পার হওয়ার সময় জালাল আহম্মেদ সেলিমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫টি সোনার বার উদ্ধার করা হয়। আটক সেলিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং সোনার বার কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে। আটক জালাল আহম্মেদ সেলিম জানান, ঢাকার জিল্লুর রহমান নামে এক সোনা ব্যবসায়ীর সঙ্গে ৫ হাজার টাকার বিনিময়ে এগুলো কলকাতায় পৌঁছে দেয়ার জন্য চুক্তি হয়। জিল্লু দীর্ঘদিন ধরে সোনার ব্যবসা করে আসছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ভারতের কাস্টমস ২০ পিস উদ্ধার করে।
×