ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিনিয়োগ শিক্ষা মেলার সময়সূচী চূড়ান্ত

প্রকাশিত: ০৫:০৫, ১৩ জুলাই ২০১৭

রাজশাহীতে বিনিয়োগ শিক্ষা মেলার সময়সূচী চূড়ান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ জুলাই রাজশাহীতে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা করবে বিএসইসি। ওই কনফারেন্সের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৬০৭তম কমিশন সভায় এটি চূড়ান্ত করা হয়। বিএসইসি সূত্র মতে, রাজশাহীর সাহেব বাজারে মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুটি সেশনে অনুষ্ঠিত হবে। দুটি সেশনই পরিচালনা করবেন বিএসইসির পরিচালক ফারহানা ফারুকি। প্রথম সেশনটি রয়েছে বিনিয়োগ শিক্ষা ও প্রাসঙ্গিক বিষয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেশনটি চলবে। এই সেশনটিতে আলোচক হিসেবে থাকেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাছির উদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশিদ লালী, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান এবং সিডিবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী। দ্বিতীয় বিষয় হলো শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক সেশন। এটি দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই সেশনে আলোচক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ছায়েদুর রহমান, মিউচুয়াল ফান্ড এ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। মূলত রাজশাহীর স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া; একইসঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করানোর জন্য এই আয়োজন করেছে বিএসইসি। বিও হিসাবে বোনাস পাঠিয়েছে দুই কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলোÑ বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ১২ জুলাই শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.৭৭ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৫ টাকা।
×