ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৌসিফ-সুমাইয়া শিমুর ‘অহর্নিশ ভালবাসা’

প্রকাশিত: ০৩:৪১, ১৩ জুলাই ২০১৭

তৌসিফ-সুমাইয়া শিমুর ‘অহর্নিশ ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শুক্রবার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘অহর্নিশ ভালবাসা’। আহসান হাবিব সকালের রচনা ও মাহবুব সুমনের পরিচালনায় নির্মিত ‘অহর্নিশ ভালবাসা’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও তৌসিফ মাহবুব। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম টিপু, শহিদুল্লাহ সবুজ, আলী ফাইয়ান মৌসুমী সরকার প্রমুখ। ‘অহর্নিশ ভালবাসা’ নাটকের গল্পে দেখা যাবে দিপান্বীতা খান দিপা ছোট পর্দার একজন প্রখ্যাত নাট্য নির্মাতা। তার নির্মাণ শৈলী তাকে নিয়ে গেছে সফলতার শীর্ষ পর্যায়ে। এক নামে তাকে সকলে চেনে, জানে। এক সময় সে স্বেচ্ছায় মিডিয়া হতে নিজেকে গুটিয়ে নেয়। কিছুদিন পর তিনি আবার ফিরে আসবেন বলে সিদ্ধান্ত নেন। তবে তিনি তার ভক্তদের মাঝে কিভাবে ফিরে আসবেন তা ভেবে উঠতে পারে না। এর মাঝে গ্রাম থেকে বাসার কেয়ার টেকারের ভাগ্নে সাহিল লেখা পড়া করার উদ্দেশ্যে তার মামার কাছে আসে। সাহিলের সঙ্গে দিপা নিজের প্রয়োজনে ভালবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু সাহিল দিপাকে পাত্তা দেয় না। দিপার প্রতিদিনের প্রেম প্রস্তাবে এক সময় সাহিল আর না করতে পারে না। এগিয়ে যায় ‘অহর্নিশ ভালবাসা’ নাটকটির গল্প।
×