ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে গরু-মহিষ কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশিত: ০৮:১০, ১২ জুলাই ২০১৭

ভারতে গরু-মহিষ কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে গবাদি পশুর পাইকারি বাজারে মাংসের জন্য গরু-মহিষ বিক্রিতে সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, দেশটির সুপ্রীমকোর্ট তার ওপর স্থগিতাদেশ জারি করেছে। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে অন্তত আগামী তিন মাসের জন্য গোটা ভারতে আবার আগের মতোই বাজারে গবাদি পশু কেনাবেচা করা যাবে। সুপ্রীমকোর্টের এই রায়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাজার হাজার ব্যবসায়ী- গবাদি পশুর মাংস বেচেই যাদের দিন চলে। খবর বিবিসি বাংলা অনলাইনের। সরকারকে রীতিমতো অস্বস্তিতে ফেলে আদালত আরও জানিয়েছে, মানুষের জীবন-জীবিকাকে হঠাৎ করে এভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া যায় না। ভারতে পশুর মাংস বিক্রির ব্যবসার সঙ্গে মুসলিমরাই বেশি জড়িত। ভারতে হিন্দুদের কাছে গরু অত্যন্ত পবিত্র বলে বিবেচিত এবং অনেক রাজ্যেই গরু জবাই নিষিদ্ধ। কিন্তু এই প্রথম গরুর পাশাপাশি মহিষ জবাই করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই মামলার রায়ে প্রধান বিচারপতি জগদীশ সিং খেকার বলেছেন, সরকারের এই নিষেধাজ্ঞার কারণে মানুষের জীবিকা বিপন্ন হওয়া উচিত নয়।
×