ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৯, ১২ জুলাই ২০১৭

টুকরো খবর

কটূক্তিকারীকে গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১১ জুলাই ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তিকারী শিক্ষকের গ্রেফতার না হওয়ায় উপজেলা তাঁতীলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে উপজেলার তাঁতী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনূর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ারা বেগম, উপজেলা তাঁতী লীগ নেতা আশরাফুজ্জামান রনি, মিঠু, আজাদ, ছাত্রলীগ নেতা আলতাফ, জিলানীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৫ জুলাই সীতাকু-ে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের খ-কালীন শিক্ষক ওমর শরীফ তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ জুলাই ॥ সদর উপজেলার খোয়াজপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মুন্সীর ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টায় সরকারী নাজিমউদ্দিন কলেজ গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগ, যুবলীগসহ এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের বিরুদ্ধে মানববন্ধন করার তীব্র প্রতিবাদ করা হয়। উল্লেখ্য, ২ এপ্রিল দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী মোল্লা ও খোয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। কারাগারে বন্দীর মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। তার নাম শফিক মিয়া। বাড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। কারাসূত্র জানায়, শফিক মিয়া দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। অস্ত্রসহ তিন জলদস্যু আটক নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১১ জুলাই ॥ বঙ্গোপসাগর ও মেঘনা মোহনায় জেলেদের আতঙ্ক দুর্ধর্ষ জলদস্যু কালাম চৌধুরী ও কালাম বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে হাতিয়ার বয়ারচরের চতলারঘাট এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তিনটি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ৫টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ কালাম বাহিনীর বর্তমান নদী কমান্ডার মোঃ রাসেল উদ্দীন, সদস্য বাহার উদ্দিনও আবুল হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী সার্কিট হাউসের একটি সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বন্যহাতির আক্রমণে নিহত এক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ জুলাই ॥ জেলার লংগদু উপজেলার গুইলশাখালী এলাকার রহমতপুরে বন্যহাতির পায়ে পিষ্ঠ হয়ে শামিম আলম (৪৫) নিহত হয়েছেন। তিনি সোমবার রাতে বাড়ির নিকটে একদল বন্যহাতির কবলে পড়ে। হাতির পাল তাকে একা পেয়ে শুঁর দিয়ে আঘাত করে। এ সময় এলাকাবাসী এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাবেতা হাসপাতালে ভর্তি করায়, সেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১১ জুলাই ॥ মতলব উত্তর উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চেঙ্গারচর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর নেতৃত্বে সংঘবদ্ধ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের মতলব উত্তর উপজেলায় কোন ধরনের রাজনৈতিক ও সামাজিক আচার অনুষ্ঠান করতে দেয়া হয়নি। কোন অনুষ্ঠানের আয়োজন করা হলে আওয়ামী লীগ ও পুলিশ একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং একাধিক মামলা দিয়ে হয়রানি করে। হামলার শিকার হলেও কোন ধরনের সাধারণ ডায়েরি এবং মামলা নেয়নি থানা-পুলিশ। সর্বশেষ গত ৭ জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার চেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের অসুস্থতার খোঁজখবর নিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মহসিন, পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহম্মেদসহ কর্মীরা।
×