ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাটের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৭, ১২ জুলাই ২০১৭

হাটের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ জুলাই ॥ চাটমোহর উপজেলার মথুরাপুর হাটের সরকারী জায়গায় (হাট পেরিফেরী) ব্যবসায়ীদের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দ না দিয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র অফিসের কর্মচারীর আত্মীয়, চেয়ারম্যানের ভাই, আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীদের নামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান দোকান বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বরাদ্দের প্রতিবাদে এবং প্রকৃত ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দের দাবিতে মঙ্গলবার দুপুরে মথুরাপুর হাটের বঞ্চিত ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলকারীরা এসিল্যান্ডের অপসারণসহ অব্যবসায়ী, রাজনৈতিক নেতা, আত্মীয়স্বজনদের মাঝে বরাদ্দ দেয়া দোকানের বরাদ্দ বাতিলের দাবি জানান। এ বরাদ্দ নিয়ে এলাকায় যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মথুরাপুর হাটে সরেজমিনে গেলে প্রায় ৩০ বছর যাবত ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চাটমোহরের এসিল্যান্ড ৬০ দোকান উচ্ছেদের নোটিস দেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ভূমি অফিসের কম্পিউটার অপারেটর রুহুল আমিনের ভাই আব্দুল আজিজ পেয়েছেন হাটের প্রধান পজিশন। যার বাড়ি পার্শ্বডাঙ্গা ইউনিয়নের টেংগরজানি গ্রামে। সে এখানে কখনও ব্যবসা করেননি। ভূমি অফিসের এক কর্মচারী ও তার ভাইয়ের নামে দেয়া হয়েছে হাটের সড়কের সঙ্গে সামনের দু’টি দোকানের বরাদ্দ। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, ১৪০টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এলাকার লোকজনই এ বরাদ্দ পেয়েছেন। কোন অনিয়ম করা হয়নি। আমি কাউকে চিনি না। ইন্টারনাল লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া সবাইতো সামনে পাবে না। ভেতরে তো নিতেই হবে। তার অফিসের কর্মচারীর ভাই বরাদ্দ পেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, তার আত্মীয় নাকি পেয়েছেন।
×