ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২ জেলার বিদ্যুত উন্নয়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জুলাই ২০১৭

১২ জেলার বিদ্যুত উন্নয়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

আনোয়ার রোজেন ॥ দেশের ১২ জেলার বিদ্যুত ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর ফলে এসব জেলার ১৭টি উপজেলার বিদ্যুত সঞ্চালন কাঠামোর উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এর মধ্যে বিশ্বব্যাংক প্রকল্প সাহায্য হিসেবে দেবে ৪৩০ কোটি ৪২ লাখ টাকা। আর বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি এ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রকল্পটি ১২টি জেলার ১৭টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্প এলাকা হচ্ছেÑ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জ উপজেলা। নারায়ণগঞ্জের বন্দর, নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁও উপজেলা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা। বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা। কুমিল্লা জেলার কুমিল্লা সদর, সিটি কর্পোরেশন ও দাউদকান্দি উপজেলা। চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলা। ফেনী সদর, খুলনা সিটি কর্পোরেশন, কুষ্টিয়া সদর উপজেলা এবং যশোর জেলার অভয়নগর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য মোস্তফা কামাল উদ্দীন বলেছেন, এ প্রকল্পটির আওতায় বিদ্যুত সঞ্চালন কাঠামো নির্মাণ, ডায়নামিক লাইন রেটিং (ডিএলআর) স্থাপনের মাধ্যমে সঞ্চালন লাইনগুলোর মনিটরিং জোরদার, বিদ্যমান কিছু সঞ্চালন লাইন রিকন্ডাক্টরিংয়ের মাধ্যমে ওভারলোডিংয়ের ঝুঁকি কমানো হবে। এছাড়া আগের তুলনায় অধিক পরিমাণে বিদ্যুত সঞ্চালন করা সম্ভব হবে। জানা গেছে, প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, বরিশালে ১০ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন স্থাপন। সৈয়দপুরে -পূর্বসাদীপুর ৩০ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন স্থাপন। হরিপুর ৩৬০ মেগাওয়াট-হরিপুর ২৩০ কেভি ডাবল সার্কিট এক কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে। এছাড়া ঈশ্বরদীতে ১০ কিলোমিটার ভেড়ামারা ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন, ভোড়ামারা-কুষ্টিয়া ২৪ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট লাইন, হরিপুর-শ্যামপুর ২৯ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট লাইন, খুলনা (সেন্টাল)-নোয়াপাড়া ২৩ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট লাইন, হাসনাবাদ-শীতলক্ষ্যা ১৩ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট লাইন, হরিপুর-সোনারগাঁও-দাউদকান্দি-কুমিল্লা (উত্তর)-কুমিল্লা (দক্ষিণ)-ফেনী-হাটহাজারী-মদুনাঘাট-শিকলবাহা ২৮২ কিলোমিটার ১৩২ কেভি ডাবল সার্কিট লাইন স্থাপন করা হবে। এর বাইরে এনএলডিসি সিস্টেম স্থাপনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুমোদন পেলে চলতি অর্থবছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
×