ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্ট

ইংল্যান্ড জিতল ২১১ রানে

প্রকাশিত: ০৮:১৯, ১০ জুলাই ২০১৭

ইংল্যান্ড জিতল ২১১ রানে

স্পোর্টস রিপোর্টার ॥ মঈন আলী কী দুর্দান্ত বোলিং করলেন। দক্ষিণ আফ্রিকাকে যেন একাই ধসিয়ে দিলেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করলেন। তাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ২১১ রানের বড় ব্যবধানেই জিতে গেল ইংল্যান্ড। লর্ডস টেস্টে টস জিতে ইংল্যান্ড। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে জো রুটের ১৯০ রানে ৪৫৮ রান করে। জবাবে প্রথম ইনিংসে ৩৬১ রান করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ৯৭ রানে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১১৯ রান করে ইংলিশরা। ২১৬ রানে এগিয়ে যায়। চতুর্থ দিন এই রানের সঙ্গে আরও ১১৪ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান করে অলআউট হয় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৫১ রান করে ইংল্যান্ডকে এতদূর নিয়ে যান। কেশাভ মহারাজ ৪ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার সামনে জিততে ৩৩১ রানের টার্গেট দাঁড় হয়। চারদিনেই খেলা শেষ হয়ে যায়। মঈন আলীর ঘূর্ণি জাদুতে (৬/৫৩) ১১৯ রান করতেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়েও গেল। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৫৮ ও দ্বিতীয় ইনিংস ২৩৩/১০; কুক ৬৯, বেয়ারস্টো ৫১; মহারাজ ৪/৮৫। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩৬১ ও দ্বিতীয় ইনিংস ১১৯/১০; ৩৬.৪ ওভার (বাভুমা ২১; মঈন ৬/৫৩)। ফল ॥ ইংল্যান্ড ২১১ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ মঈন আলী (ইংল্যান্ড)।
×