ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশেষ অর্থনৈতিক অঞ্চল

সড়ক উন্নয়নে ৮৬৫ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:৩১, ১০ জুলাই ২০১৭

সড়ক উন্নয়নে ৮৬৫ কোটি টাকার প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়ক উন্নয়নে ৮৬৫ কোটি ৪৫ লাখ টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সড়কটি হচ্ছে- পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক (পাঁচদোনা-ডাঙ্গা-ইসলামপুর খেয়াঘাট অংশসহ)। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পেলে ২০১৯ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা-ডাঙ্গা-পলাশ সড়কটি নরসিংদী সড়ক বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা সড়ক, যার দৈর্ঘ্য ২১ কিলোমিটার। প্রস্তাবিত প্রকল্পের আওতায় পাঁচদোনা থেকে ইসলামপুর খেয়াঘাট পর্যন্ত ১১ দশমিক ৬০ কিলোমিটার সড়কাংশের উন্নয়নের প্রস্তাব করা হয়েছিল। এই সড়কাংশটি জাইকার সহায়তায় প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড ২০০৯ সালের ১ এপ্রিল কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর ১১ ধারার ক্ষমতাবলে পলাশ জায়গাটিকে ওয়াব হাউজিং স্টেশন হিসেবে ঘোষণা করায় সড়কটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত সড়কের উভয় পাশে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে প্রস্তাবিত সড়কটি। সড়কটির উন্নয়ন করা হলে সকল এলাকায় অর্থনৈতিক কর্মকা- ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ৪৫২ কোটি ৩৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। প্রস্তাবিত প্রকল্পটির ওপর ২০১৫ সালের ১৯ অক্টোবর পিইসি সভা অনুষ্ঠিত হয়। পিইসি সভায় প্রস্তাবিত সড়কটি চার লেনের পরিবর্তে দুই লেনে নির্মাণের সংস্থান রেখে ভূমি অধিগ্রহণের পরিমাণ নির্ধারণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। সেই মোতাবেক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২৬৯ কোটি ৮০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল পুনরায় পুনর্গঠিত ডিপিপির পিইসি সভা অনুষ্ঠিত হয়। নারী উদ্যোক্তাদের সহায়তা দিতে বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ কর্মসূচী অর্থনৈতিক রিপোর্টার ॥ উন্নয়নশীল দেশগুলোতে নারী উদ্যোক্তাদের ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার সহায়তা দিতে সরকারী-বেসরকারী ঋণ কর্মসূচী চালু করেছে বিশ্বব্যাংক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা টাম্পের নেয়া উদ্যোগের অধীনে এ সহায়তা দেয়া হবে। খবর রয়টার্সের। হোয়াইট হাউসে ইভাঙ্কা ট্রাম্পের রাজনৈতিক ভূমিকাকে উপস্থাপন করতে বিষয়টি সামনে আনা হয়েছে। ইভাঙ্কা তার বাবার উপদেষ্টা হিসেবে নিয়োজিত। তিনি জি-২০ সম্মেলনে কানাডার প্রধান জাস্টিন ট্রুডো ও জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মের্কেলসহ বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাত করেন। বিশ্বব্যাংক জানিয়েছে, এ প্রকল্পে জার্মানি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দাতাদের কাছ থেকে প্রাথমিকভাবে সাড়ে ৩২ কোটি ডলার আসছে। এর সঙ্গে বেসকারী মূলধন থেকে আসা আরও অর্থ যোগ হবে। হামবুর্গে জি-২০ সম্মেলন শেষ হয়েছে। সেখানে বিশ্বনেতারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিরাও সম্মেলনে আছেন।
×