ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দোষীকে গ্রেফতারে আল্টিমেটাম শিক্ষক সমাজের

প্রকাশিত: ০৪:৩৬, ১০ জুলাই ২০১৭

দোষীকে গ্রেফতারে আল্টিমেটাম শিক্ষক সমাজের

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ জুলাই ॥ কিশোরগঞ্জ সদরে মাদ্রাসা পরিচালনা কমিটির এক অভিভাবক সদস্যকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় ওই মাদ্রাসার সুপারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরগঞ্জের শিক্ষকসমাজ ফুঁসে উঠেছে। রবিবার সকালে শহরের কালীবাড়ি মোড়ে মানববন্ধনের কর্মসূচীতে শিক্ষক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। পরে বিক্ষুব্ধরা এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকম-লী ছাড়াও শিক্ষক নেতারা অংশ নেন। এ সময় সংহতি প্রকাশ করে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন বেসরকারী শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক প্রভাষক শহীদুল ইসলাম ভূঞা, অধ্যক্ষ আঃ জলিল, অধ্যক্ষ মোঃ হেলালুদ্দীন, প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, সুপার আঃ মান্নান, সুপার নূরুল ইসলাম, সুপার আঃ মালেক ম-ল প্রমুখ।
×