ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৪, ৯ জুলাই ২০১৭

বাগেরহাটে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে এই ঘটনা ঘটে। তারা হলো ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোটেল মালিক ইলিয়াস হোসেনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে নুসরাত ও একই গ্রামের মোটর মেকানিক রুবেল শেখের চার বছর বয়সী মেয়ে রুবাইয়াৎ। এরা সম্পর্কে মামাত ফুফাত বোন। হোটেল মালিক ইলিয়াস হোসেন বলেন, নুসরাত ও রুবাইয়াৎ দু’বোন বাড়ির উঠানে খেলছিল। সবার অলক্ষ্যে তারা বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি করে খুঁজে পাই। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ র‌্যাবের অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে সাত লাখ টাকার অবৈধ ভিওআইপির ৬০ লাখ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে তিন জন। র‌্যাব সেভেন সূত্রে জানানো হয়েছে, ফটিকছড়ি উপজেলার খাগড়াছড়ি রোডস্থ ধুরং ওয়ার্ডের দোতলা ভবনে শনিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানে বিটিআরসির কর্মকর্তারাও অংশ নেয়। সেখান থেকে গ্রেফতার হয় সালাউদ্দিন। তার দেয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর খুলশী এবং বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমামুদ্দিন ও আবু তালেব ওরফে ছোটনকে। অভিযানে উদ্ধার হয় ১০টি চ্যানেল ব্যাংক/গেটওয়ে-১০, ২টি ফ্ল্যাক্সি লোড সার্ভার, ৬টি টিপি লিঙ্ক রাউটার, ১টি ডি-লিঙ্ক রাউটার, ২টি কী বোর্ড, ১টি মাউস, ৪টি পেনড্রাইভ, ১২টি ইন্টারনেট মডেম, ৮টি ল্যাপটপ, ১১টি এয়ারকুলার, ২টি সুইচবোর্ড, ১টি ট্যাব, কেবল, চার্জার, জিএসএম এন্টেনা ও ১২টি মোবাইল সেট ইত্যাদি। এছাড়া বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার হয়েছে আট হাজার ৮১৬টি।
×