ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাউন্সিলরদের সভা বর্জন

গাজিপুর সিটি মেয়র মান্নান ফের সাসপেন্ড

প্রকাশিত: ০৭:৫১, ৭ জুলাই ২০১৭

গাজিপুর সিটি মেয়র মান্নান ফের সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে আবারও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থআত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এক মামলার চার্জশীট আদালতে গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ফের বরখাস্ত করেছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চার বছর পূর্তি উদযাপন উপলক্ষে অধ্যাপক এমএ মান্নানের আহ্বান করা কর্পোরেশনের বৃহস্পতিবারের মাসিক সমন্বয় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠান একক সিদ্ধান্ত নিয়ে আহ্বান করায় অধিকাংশ কাউন্সিলর বর্জন করেছেন। ফলে কোরাম না হওয়ায় অধ্যাপক মান্নানের ওই সভা প- হয়ে যায়। অপরদিকে, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ বিকেলে নগর ভবনে মেয়রের কার্যালয়ে বসে দায়িত্ব পালন করেন। এ সময় অধিকাংশ কাউন্সিলর উপস্থিত ছিলেন। গত ২০১৩ সালের ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান। ওই নির্বাচনে ৭৬ ওয়ার্ডের মধ্যে বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নির্বাচিত হন। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, মেয়রের অনুপস্থিতিতে ইতোপূর্বে আমাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ দেয়া হয়েছে।
×