ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নদী ড্রেজিংয়ের বালু লুট ॥ চার ট্রাক আটক

প্রকাশিত: ০৬:০১, ৭ জুলাই ২০১৭

নদী ড্রেজিংয়ের বালু লুট ॥ চার ট্রাক আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নদী ড্রেজিং প্রকল্পের মজুদ করে রাখা বালু লুটপাটের ঘটনা ঘটেছে কিশোরীগঞ্জ উপজেলার যুমনেশ্বরী নদীতে। বৃহস্পতিবার দুপুরে বালু লুট থামাতে পুলিশ অভিযান চালিয়ে চারটি ট্রাক ও ট্রাকে বালু লোডের মেশিন আটক করে থানায় নিয়েছে। জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কিশোরীগঞ্জ উপজেলার যমুনেশ্বরী, চিকলী ও চারালকাটা নদীর চর ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সম্প্রতি ৫ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নদীগুলো ড্রেজিং করা হয়। এরমধ্যে যমুনেশ্বরী নদীর বেইলি ব্রিজ এলাকায় ১০০০ মিটার, চারালকাটা নদীর নিতাই পানিয়াল পুকুর এলাকায় ৭৫০ মিটার, তারাগঞ্জের যমুনেশ্বরী নদীর জয়বাংলা রহিমাপুর এলাকায় ৭৫০ মিটার এবং বদরগঞ্জের যমুনেশ্বরী নদীর মাধাই খামার এলাকায় ১০০০ মিটার চর ড্রেজিংয়ের বালুর স্তূপ করে রাখা হয়। যা নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করার কথা। এলাকাবাসীর অভিযোগ হঠ্াৎ করে বুধবার ভোর হতে ওই বালু ট্রাকে লোড করে পাচার শুরু হয়। বুধবার সকাল হতে গভীর রাত পর্যন্ত ১১৩ ট্রাক বালু পাচার করে স্থানীয় আওয়ামী লীগ এবং জামায়াত শিবিরের বেশ কিছু প্রভাবশালী। প্রতি ট্রাক বালু তারা বিক্রি করে ৮০০টাকা করে। বৃহস্পতিবার সকালে ১১ ট্রাকেও বালু পাচার করা হয়। এদিন দুপুরে আরও চারটি ট্রাকে বালু পাচারের সময় পুলিশ এসে ট্রাক ও ট্রাকে বালু লোড করার মেশিন আটক করে।
×