ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিশু রিয়েটিলি শো বন্ধের দাবি ভারতীয় পরিচালকের

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জুলাই ২০১৭

শিশু রিয়েটিলি শো বন্ধের দাবি ভারতীয় পরিচালকের

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সুজিত সরকার সম্প্রতি এক টুইট পোস্টে শিশুদের নিয়ে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানগুলো বন্ধের দাবি জানিয়েছেন। ‘পিঙ্ক’, ‘পিকু’, ‘মাদ্রাজ ক্যাফে’ সহ বেশকিছু চলচ্চিত্র জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ‘পিঙ্ক’ চলচ্চিত্রে নারীদের নিয়ে সমাজে প্রচলিত নানা অন্যায়ের বিরুদ্ধে বলেছেন নির্মাতা সুজিত সরকার। এবারে ছোট বাচ্চাদের নিয়ে নির্মিত জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস জুনিয়র’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’, ‘সুপার ড্যান্সার’, ‘জুনিয়র মাস্টারসেফ ইন্ডিয়া’ সহ অন্যান্য অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন তিনি। টুইট পোস্টে সুজিত সরকার বলেন, কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, বাচ্চাদের নিয়ে নির্মিত রিয়েলিটি অনুষ্ঠানগুলো অতিসত্বর বন্ধ করা হোক। এ ধরনের অনুষ্ঠানগুলো তাদের মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে এবং তাদের শিশুসুলভ কোমল অনুভূতিগুলোকে আক্রান্ত করছে। ক’দিন আগেই ‘রিলিজ দ্য প্রেসার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন সুজিত। এতে পরীক্ষার আগে বাচ্চাদের ওপর যে বিপুল পরিমাণ পড়ার চাপ তৈরি হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি।
×