ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মলয় বিকাশ দেবনাথ

মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল

প্রকাশিত: ০৬:৩৯, ৬ জুলাই ২০১৭

মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল

পূর্ব ইউরোপের বিশেষ চলচ্চিত্র উৎসবের নাম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৯৩৫ সালে প্রথম এই ফেস্টিভ্যালের সূচনা হয়েছিল। এরপর ১৯৫৯ সাল থেকে প্রতি দুই বছর পর পর নিয়মিত এ অনুষ্ঠান পরিচালিত হতো। ১৯৯৫ সাল থেকে এই চলচ্চিত্র উৎসব প্রতিবছর পালিত হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই পৃথিবীর সকল গুণী নির্মাতা, অভিনেতা- অভিনেত্রীদের মিলনমেলা। সবাই নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রযোজনাটি এনে উপস্থাপন করে যা এ শিল্পের এগিয়ে চলাতে বিশেষ ভূমিকা পালন করে। পৃথিবীব্যাপী দর্শক নতুন নতুনমাত্রা যোগকৃত ছবি পায়। যে কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে থাকে কলাকুশলীদের মাঝে চরম উত্তেজনা। পুরস্কার প্রদান পদ্ধতিটি এই উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ২০১৭ সালের ২২ থেকে ২৯ জুন অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেয় চাইনিজ নির্মাতা ‘কিয়াওলিয়াং’ নির্মিত ছবি ‘ক্রেস্টেড আইবিছ’ এই পুস্কারের নাম হচ্ছে ‘গোল্ডেন সেন্ট জর্জ।’ ক্রেস্টেড আইবিছ হচ্ছে একটি পাখি যেটি চীন, জাপান, কোরিয়া, রাশিয়াতে প্রচুর দেখা যেত। কিন্তু পরিবেশের বিপর্যয়ে এই পাখিটি আজ বিলুপ্তপ্রায়। পরিবেশ বাঁচানোর আনেদালনের অংশ হিসেবে এই পাখি প্রজাতিটির বিলুপ্তি নিয়ে নির্মিত মুভিটি দর্শককে সচেতন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। মুভিটিতে একজন রিপোর্টার তার নিজ গ্রামে ফিরে গিয়ে পাখিটি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে, যাতে বৃহৎভাবে প্রকাশিত হয়েছে পরিবেশের ভারসাম্যহীনতা। সত্যিকার অর্থে চলচ্চিত্রের বিষয়টি প্রশংসার দাবি রাখে। মানুষের বেঁচে থাকার অনুকূল পরিবেশ যেভাবে মানুষ দ্বারা বিঘিœত হচ্ছে, পরিবেশ তার নিয়মানুযায়ী যদি সেই প্রতিশোধ নিয়মিত নিতে থাকে তবে এ বিপর্যয় এড়ানো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই সচেতনতাবোধ সৃষ্টি এবং অহিংসনীতি থেকে সড়ে এসে কিভাবে পৃথিবী একটি সুন্দর বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা যায় তার দিকে নজর দেয়া আবশ্যক। এই অনুষ্ঠানে সেরা নির্মাতার পুরস্কার ‘সিলভার সেন্ট জর্জ’ জিতে নেন তুরস্কের ফিকরেট রেহান তার ‘মাড়ি শিকেক জানার’ জন্য। এর বিষয়বস্তু ছিল একটি অভিবাসী পরিবারের প্রথাগত খামার পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহী করা নিয়ে। এ ছাড়া সেরা অভিনেতার পুরস্কার জিতে নেয় ‘সন হিউয়ানজু’ এবং সেরা অভিনেত্রী হিসেবে স্কীকৃতি পায় ভেরে না ‘এ্যালটেনবার্গারলিড’। ইতালিয়ান অভিনেতা মাইকেল প্লাসিডো জিতে নেয় স্তান সøাভাস্কি আজীবন সম্মাননা। ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবারের মতো সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা প্রামাণ্য চিত্রের পুরস্কার প্রদান করা হয়। এ দুই আসরের জন্য জুরি হিসেবে ছিলেন সুইস প্রামাণ্য চিত্র নির্মাতা ক্রিশ্চিয়িন ফ্রেই, রাশিয়ার চলচ্চিত্র নির্মাতা এলেক্সি খানুতিন এবং কোরিয়ার ইয়ান জিরো। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পায় নরওয়ের নির্মাতা ‘সেবাস্তিয়ান টর্নগ্রেন ভার্টিন’ এর এ্যাম্বুল্যান্স। ফ্রান্স ও সুইজারল্যান্ডের চলচ্চিত্র পরিচালক ‘জিন স্টিফেন ব্রন’ এর ‘অপেরা’ নামক প্রামাণ্য চিত্রটি স্থান পায় সেরা প্রামাণ্য চিত্র হিসেবে। সকল চলচ্চিত্র বোদ্ধা এই দুই নতুন আসরের জন্য সাধুবাদ জানিয়েছেন উৎসবের সভাপতি নিকিতা মিখালকভকে। এ বছর মোট ১০০ মিলিয়ন রুবল বাজেট ছিল পুরস্কার হিসেবে, যার প্রথম পুরস্কারের জন্য ৫০ মিলিয়ন, ২য় পুরস্কারের জন্য ৩০ মিলিয়ন ও বাকি ২০ মিলিয়ন রুবল নির্ধারিত ছিল ৩য় পুরস্কারের জন্য। উৎসবের প্রথম অংশ পরিচালনা করেছিলেন রাশিয়ার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী ভিশেল্লেভ মানুশারোভ এবং একাতেরিনা ক্লিমোভা। এবারের উৎসবের আরেক বড় প্রাপ্তি ছিল উৎসবের উদ্বোধনী প্রদর্শনী নিয়ে। ভারতীয় ইতিহাস গড়া ১৫০০ কোটি রুপী ব্যবসা করা মুভি বাহুবলী ২ এর প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু। বাংলাদেশী গুণী নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর ডুব ছবিটি প্রদর্শিত হয় ২৮ ও ২৯ জুন। সর্বশেষ এবারের কান চলচ্চিত্র উৎসবের সেরা নির্মাতা সার্কিয়া কপ্পলার বি-গাইল্ড ছবিটির প্রদর্শনীর মধ্য দিয়ে ৩৯তম মস্কো আন্তর্জাতিক উৎসবের পর্দা নামানো হয়।
×