ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৫, ৬ জুলাই ২০১৭

টুকরো খবর

মানববন্ধনে বাধা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর ভিকারপাড়া গ্রামের আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। তবে তাদের কর্মসূচীতেও বাধা দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে থানার ওসি তিনদিনের মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে আদিবাসীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে। আদিবাসীরা জানায়, গত সোমবার গ্রামের এক ব্যক্তির পেয়ারা বাগানে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তাদের ছাগল বাগানে না গেলেও বাগান মালিক আলাউদ্দিন স্থানীয় আদিবাসী জলোমণি, তার ছেলের স্ত্রী রাধারানীকে মারধর ও শ্লীলতাহানি করে। এ ঘটনার পরের দিন মঙ্গলবার আদিবাসীরা থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে হামলার শিকার হন। বাগান মালিকের আলাউদ্দিনের নেতৃত্বে মসলেম, তসলিম, হাবিব, নূর, কামাল ও মতিসহ একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে জলোমণি, মহারানী ও গ্রামের ম-ল আহত হয়। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এদিকে আদিবাসীদের ওপর হামলার ঘটনায় তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে রাজাবাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মানববন্ধন করার চেষ্টা করে। তবে শুরুতেই পুলিশ বাঁধা দিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি ঘটনাস্থলে পৌঁছে তিনদিনের মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানালে আদিবাসীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। রাবি শিক্ষার্থীদের অসন্তোষ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবারের দাম বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় হল পরিষদ। সোমবার প্রাধ্যক্ষ পরিষদের ‘ডাইনিং সুষ্ঠুভাবে পরিচালনা ও মিলচার্জ বৃদ্ধি’ বিষয়ক উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি টানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে দুপুরের খাবারের দাম ২০ টাকার পরিবর্তে ২৪ টাকা এবং রাতে ১৬ টাকার পরিবর্তে ১৮ টাকা করা হয়। এছাড়া সভায় ডাইনিংয়ের খাবারের মান যথাসম্ভব উন্নতকরণ, রাত ১০টা পর্যন্ত ডাইনিং খোলা রাখা এবং খাবার প্রস্তুত, পরিবেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্মচারীদের আন্তরিক হওয়ার নির্দেশও দেয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিংয়ে বর্ধিত দামে শিক্ষার্থীরা খাবার খাচ্ছেন। দাম বাড়ার পরেও ডাইনিংগুলোতে প্রায় একই রকম খাবার পরিবেশন করায় শিক্ষার্থীরা অসন্তুষ্ট। শের-ই-বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ উগরে বলেন, হলের কর্মচারীদেরও বাজারের সঙ্গে সংগতি রেখে ডাইনিংয়ে সামান্য দাম বাড়িয়ে খাবারের মান বাড়বে না। এর জন্য ডাইনিংয়ে ভর্তুকি বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন খাতে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু হলের ডাইনিংয়ে ভর্তুকি দেয় না। আট চোরাই মোটর বাইক উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরী এবং আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে মোটরসাইকেল চোরাচক্রের ৫ সদস্যকে গ্রেফতার ও ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। চক্রটি নানা কৌশলে মোটর বাইক চুরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এগুলো বিক্রি করে আসছিল। জানা যায়, যে ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে তারা হলো ইউসুফ (৩৪), আরিফ (২৬), শাহেদ (২৩), ইসমাইল (২৮) এবং আমানত উল্লাহ রাব্বি (২২)। গোপন তথ্যে পরিচালিত এ অভিযানে একটি চোরাই চেসিসও উদ্ধার করা হয়। সিন্ডিকেটটি নগরী ও নগরীর আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও বিক্রিতে সক্রিয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোটর বাইক উদ্ধার হয়, যার সবই অত্যাধুনিক। এগুলোর প্রতিটির মূল্য কমপক্ষে ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে গ্রেফতার হওয়া আসামি মোঃ আরিফ ওরফে গিরাবাজ আরিফ পেশাদার চোর সিন্ডিকেটের হোতা। সে নিজে বাইক চুরি করে এবং চোরাই বাইক সংগ্রহ করে বিক্রি করে। এ কাজে জড়িত রয়েছে এজেন্ট, যারা ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে চোরাই মোটর বাইক বিক্রিতে সহায়তা করে থাকে। আর বিজ্ঞাপন প্রচার করা হয় অনলাইনে একটি ফেসবুক পেজে। ডাকাত গ্রেফতার ॥ ১৬ লাখ টাকা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক বিক্রির ১৬ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার ও এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আবুল কালাম এলাকায় জলদস্যু ও ডাকাত হিসেবে কুখ্যাত। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব জানায়, জলদস্যু আবুল কালাম ওরফে কালাম ডাকাত উপকূলীয় ও মেঘনা মোহনা এলাকার ত্রাস। কালাম বাহিনী নামে তার একটি বাহিনী রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। উদ্ধার হয়েছে নগদ ১৬ লাখ ৩৯ হাজার ৩শ টাকা। এগুলো আগ্নেয়াস্ত্র, গুলি এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রির অর্থ বলে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ জুলাই ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিরণ সিকদার (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। বুধবার সকালে শহরের মোহম্মদপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুত লাইনের সঙ্গে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। কিরণ সিকদার খুলনা জেলার তেরখাদা উপজেলার কুমিরকান্দা গ্রামের রজব আলী সিকদারের ছেলে। অবৈধ পথে সোনা আনার দায়ে কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধভাবে বিদেশ থেকে স্বর্ণবার আনার ঘটনায় করা একটি মামলায় চট্টগ্রামে একজনকে ৬ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। দ-িত মোঃ বদিউল আলম রাউজান উপজেলার পশ্চিম গুজরা গ্রামের বাসিন্দা। বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল সেশন জজ মোঃ শাহে নুরের আদালত এ রায় প্রদান করে। জানা যায়, বদিউল আলম ছিলেন দুবাই প্রবাসী। ২০১৪ সালের ২৮ অক্টোবর তিনি দুবাই থেকে ৪৫টি স্বর্ণবার নিয়ে আসেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন। এ ব্যাপারে একটি মামলা হয়। ২০১৫ সালের ৯ এপ্রিল পুলিশ মামলাটির চার্জশিট প্রদান করে। এরপর ৩০ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। মোট ১০ সাক্ষীর সাক্ষ্যে বদিউল আলমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও দুই মাসের কারাদ- প্রদান করেন। আসামি কারাগারে রয়েছেন। ‘গুরু’ বাহিনীর প্রধানসহ আটক ২ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীসংলগ্ন নন্দবালা খাল থেকে বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধানসহ ২ ডাকাতকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সকালে র‌্যাব-৮ তাদের ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গুলিসহ আটক করে। গ্রেফতারকৃতরা হলোÑ আনিস মোল্লা ওরফে গুরু (৩৪) এবং তার সহযোগী আকরাম সানা (৩৫)। তাদের বাড়ি বাগেরহাটে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সম্প্রতি আনিস মোল্লা ওরফে গুরু ৬-৭ জনকে নিয়ে দস্যু বাহিনী গড়ে তোলে। ‘গুরু’ নামে এই বাহিনী বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে চাঁদাবাজি, মুক্তিপণ আদায় করছিল। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ও ৬৩টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৭ কর্মীকে মারধর নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ জুলাই ॥ বেতন চাওয়াকে কেন্দ্র করে বুধবার চাটমোহর পল্লী জীবিকায়ন প্রকল্প অফিসের ৭ মাঠকর্মীকে মারধর করা হয়েছে। দুপুর ১২টার দিকে উক্ত অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সেহেলী লায়লার মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, উক্ত অফিসে ৪ অফিস স্টাফ ও ৭ মাঠকর্মী কাজ করেন। মাঠকর্মীদের এক থেকে নয় মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। ঈদের পূর্বে বকেয়া বেতন চাইলে অফিসের কর্মকর্তা মাঠ পর্যায় থেকে ঋণের টাকা উত্তোলনের জন্য বলেন। ঈদ পেরিয়ে গেলে এবং ঋণের টাকা উত্তোলনের পর অফিস স্টাফ বেতন নিলেও মাঠ কর্মীদের বেতন দেয়া হয় না। বুধবার তারা বেতনের জন্য হিসাব রক্ষকের সঙ্গে কথা বললে তিনি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে হিসাব রক্ষক সোলায়মান ভারপ্রাপ্ত কর্মকর্তার ইন্ধনে মাঠকর্মীদের মারধর শুরু করেন বলে অভিযোগ করেন মাঠ কর্মীরা। অপর দিকে হিসাব রক্ষক সোলায়মানের অভিযোগ মাঠকর্মীরাই তাকে মারধর করেছে। সোনার দোকানে ডাকাতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারের দুটি জুয়েলারিতে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫-২০ জনের মুখোশপরা ডাকাত দল ওই বাজারের নৈশ প্রহরীদের মারধর করে বেঁধে রেখে দুটি জুয়েলারি থেকে প্রায় ১১৫ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে ছয় শ’ ভরি রূপা ও দুই লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়েছে। পুলিশ নৈশ প্রহরী আজাহার উদ্দিন ও আব্দুল লতিফকে জন্য আটক করেছে। চেক জালিয়াতি ॥ অফিস সহকারী বরখাস্ত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চেক জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেষণে কর্মরত অফিস সহকারী আনোয়ারুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৩ জুন যশোরের বিদায়ী জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হওয়ার ফলে তিনি অবসরকালীন কোন সুযোগ-সুবিধা পাবেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের জুন মাসে উপজেলা পরিষদের সভাসহ অন্য আপ্যায়ন বাবদ পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল। ৬ শতাংশ ভ্যাটের টাকা কর্তন করে রাজস্ব তহবিল থেকে উত্তোলনের জন্য চার হাজার ৭০০ টাকার চেক জাকির হোসেনের অনুকূলে প্রস্তুত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার স্বাক্ষর নেন। পরে তিনি নিজেই চেকটি নিয়ে সোনালী ব্যাংক চৌগাছা শাখায় গিয়ে চার হাজার ৭০০ টাকার চেক জালিয়াতির মাধ্যমে চার লাখে উন্নীত করে নগদায়নের জন্য ক্যাশ কাউন্টারে জমা দেন। সূত্র জানায়, বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাকে জানান। সে সময় জিজ্ঞাসাবাদে আনোয়ারুল স্বীকার করেন, নিজেই অসৎ উদ্দেশ্যে অনৈতিকভাবে টাকা অর্জনের জন্য এ কাজ করেছেন। তখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৫ জুলাই ॥ সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর ওপর হামলার প্রতিবাদে বুধবার নগরীতে মানববন্ধন করা হয়। এ সময় সিটি মেয়র অভিযোগ করেছেন, আগামী নির্বাচন থেকে বিরত রাখতেই তার ওপর হামলা হয়েছে। হামলাকারী জেএমবি অথবা জঙ্গী সদস্য হতে পারে। রবিবার বিকেলে মেয়রের ওপর হামলা চালায় সাদ্দাম। উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনার পরদিনই প্রথম আন্দোলনে যায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। ওই হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠে রংপুর। সকাল ১১টায় শাপলা চত্বর থেকে প্রেসক্লাব হয়ে সিটি কর্পোরেশন গেট ছাড়িয়ে যায় দীর্ঘ মানববন্ধন। এতে প্রায় কয়েক হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অংশ নেয়। তারা এ ঘটনার নেপথ্যের কারণ ও কে বা কারা জড়িত তা জনসমুখে প্রকাশের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। ওএমএস-এর চাল বিক্রি বন্ধ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জুলাই ॥ খাদ্য অধিদফতরের আওতায় খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) বন্ধ করে দেয়ায় জেলার অকালবন্যা ক্ষতিগ্রস্ত হাওড় উপজেলাগুলোতে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, সাম্প্রতিক অকালবন্যায় জেলার খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ ১০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র ফসল হারানোয় অন্তত ১ লাখ ৬৭ হাজার কৃষক পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। ধান নষ্ট হওয়ায় প্রতিটি পরিবারেই দেখা দেয় খাদ্য সঙ্কট। এ অবস্থায় সরকারীভাবে ১০ উপজেলার মাত্র ৫০ হাজার কৃষক ও সাত হাজার জেলে পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচীর আওতায় নেয়া হয়। বাকিদের জন্য গত ১৭ এপ্রিল থেকে ৬৯টি ইউনিয়নে ৭২ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচী চালু করে খাদ্য অধিদফতর। এ কর্মসূচীর আওতায় একজন ডিলারকে প্রতিদিন এক মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়। ভিজিএফ সুবিধা বঞ্চিতরা ডিলারের দোকান থেকে মাত্র ১৫ টাকা কেজি দরে দৈনিক পাঁচ কেজি করে চাল কেনার সুযোগ পেত। এতে করে একটি ইউনিয়নের ২শ’ পরিবার প্রতিদিন ওএমএস’র সুবিধা পেতÑ যদিও চাহিদা ছিলও আরও বেশি। কিন্তু ঈদের পর গত ১ জুলাই থেকে খাদ্য বিভাগ আকস্মিকভাবে ওএমএস’র চাল বিক্রি বন্ধ করে দেয়। ফলে বন্ধ হয়ে যায় ৭২টি বিক্রয় কেন্দ্র। এদিকে খোলাবাজারে চালের দাম বেশি থাকায় অর্থাভাবে অনেকে চাহিদা মতো চাল কিনতে পারছেন না। খালিয়াজুরি সদর ইউনিয়নের ওএমএস ডিলার আরিফুল ইসলাম ফালাক জানান, ক্রেতারা প্রতিদিন আমাদের বিক্রয় কেন্দ্রে এসে চালের খোঁজ করছেন। কিন্তু খাদ্য বিভাগ বরাদ্দ না দেয়ায় আমরা চাল বিক্রি করতে পারছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক সোহরাব হোসেন বলেন, জুন ক্লোজিং ও খাদ্যগুদামসমূহের হিসাব-নিকাশের কারণে ওএমএস’র কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্র তা আবার চালু হবে। বিক্ষুব্ধ শিক্ষকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ জুলাই ॥ সরকারী কাজে বাধা এবং পলাশবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে তদন্তকালীন গুরুত্বপূর্ণ কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনতাইয়ের প্রতিবাদে বুধবার পলাশবাড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ি উপজেলার বিক্ষুব্ধ শিক্ষক সমাজ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সর্বস্তরের শিক্ষকরা অংশগ্রহণ করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার জন্য দায়ী সাংবাদিক নামধারী সন্ত্রাসী সিরাজুল ইসলাম রতনকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ১৯ জুন উপজেলার বরিশাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তদন্ত চলাকালে সাংবাদিক পরিচয় দিয়ে সিরাজুল ইসলাম রতন অফিসে ঢোকে এবং সে পক্ষ নিয়ে তদন্তে ও সরকারী কাজে বাধা দেন এবং শিক্ষা অফিসারকে হুমকি দিয়ে বিবাদীপক্ষের লিখিত জবানবন্দীসহ সকল কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বাদী হয়ে সিরাজুল ইসলাম রতনকে আসামি করে ২০ জুন পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, প্রধান শিক্ষক একেএম আব্দুল বারী, অধ্যক্ষ একেএম আব্দুল নুর, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, জিয়াউল কবির জুম্মন, বিমল মিত্র, শহিদুল্যাহ কাউসার লাভলু, সাইদুর রহমান, আব্দুস সালাম, ফরহাদ আলী ম-ল প্রমুখ। পাসপোর্ট অফিসের ১৪ দালাল গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ জুলাই ॥ পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে র‌্যাব পাসপোর্ট অফিস থেকে তাদের গ্রেফতার করে। দালাল চক্রের এসব সদস্য দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, যারা পাসপোর্ট করতে আসেন তাদের হয়রানি করে আসছে দালালরা। পাসপোর্ট অফিসের দালালের বিষয়টি সম্প্রতি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে আলোচনা করা হয়। পরে আমরা দীর্ঘদিন গোপনে পাসপোর্ট অফিসে নজরদারি করি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ১৪ দালালকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। প্রতিবাদ করায় হামলা ॥ আহত ৩ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ জুলাই ॥ নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজে বহিরাগতদের হামলায় দুই ছাত্রলীগ নেতাসহ তিনজন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান রিয়ন, সহ-সভাপতি শেখ তারেক স্পর্শ এবং ছাত্রলীগ কর্মী নিশাদ হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা দুইটার দিকে শহরের হাফরাস্তা এলাকার কয়েক বখাটে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে বখাটেরা চলে যায়। পরে ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে হামলা চালায়। এতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান রিয়ন, সহ-সভাপতি শেখ তারেক স্পর্শ এবং ছাত্রলীগ কর্মী নিশাদ হোসেন আহত হয়। পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ জুলাই ॥ নালিতাবাড়িতে পানিতে ডুবে তাজেল মিয়া (৭) ও তানভীর মিয়া (৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। জানা যায়, বাড়ির পাশের ব্রিজে খেলতে গিয়ে এক ভাই ডোবায় পড়ে গেলে আরেক ভাই তাকে উদ্ধার করতে যায়। ওই সময় দুই ভাই ডোবার পানিতে তলিয়ে যায়। ৪ ফার্মেসিকে জরিমানা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে সিলেটে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এ সময় এসব ফার্মেসি থেকে প্রায় ৯০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সিলেট নগরীর বন্দরবাজারস্থ আল-হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ কে পাল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটস্থ জালালাবাদ ড্রাগ হাউসকে ৪ হাজার টাকা জরিমানা এবং সেলিম ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ১২শ’কেজি পলিথিন জব্দ স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ বুধবার ভোরে মাওয়া পুরাতন ফেরিঘাট ও বুড়িগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১২শ’ কেজি পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত পলিথিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা। পরে জব্দকৃত পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট গাজীপুরের মৈত্রী শিল্প কারখানার সুপারভাইজার রিয়াজ উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
×