ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুক না দেয়ায় গৃহবধূকে সিগারেটের আগুনের ছ্যাঁকা

প্রকাশিত: ০৪:২০, ৬ জুলাই ২০১৭

যৌতুক না দেয়ায় গৃহবধূকে সিগারেটের আগুনের ছ্যাঁকা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে নাসরিন বেগম (১৯) নামে এক গৃহবধূকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসরিন বেগম উপজেলার তারার পৌরসভার রূপসী এলাকার লিয়াকত আলীর মেয়ে। গৃহবধূর বাবা লিয়াকত আলী জানান, গত ৬ মাস আগে উপজেলার পশ্চিমগাঁও এলাকার লতিফ ভূইয়ার ছেলে সুলতান ভূইয়ার সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৪ লাখ টাকাসহ ৭ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র প্রদান করেন। বিয়ের পর থেকেই স্বামী সুলতানসহ তার পরিবারের লোকজন প্রায় সময়ই নাসরিন আক্তারকে তুচ্ছ ঘটনা নিয়ে জ্বালা-যন্ত্রণা করে আসছিল। বেশ কয়েক দিন ধরে স্বামী সুলতানসহ পরিবারের সদস্যরা ২ লাখ যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। বুধবার দুপুরে স্বামী সুলতান ভূইয়া, নুনাশ, কোহিনুর বেগম, শাশুড়ি আছমা বেগম, কবির মিলে নাসরিন আক্তারকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। নাসরিন বেগম যৌতুক এনে দিতে পারবে বলে সাফ জানিয়ে দেয়। টাকা এনে দিতে অস্বীকার করায় স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন নাসরিন বেগমের ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে স্বামী সুলতান নাসরিন আক্তারের সারা শরীরে সিগারেটের ছ্যাঁকাসহ শারীরিক নির্যাতন করে। পরে স্বামীসহ তার পরিবারের লোকজন নাসরিন আক্তারকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। নাসরিন বেগম তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না নিয়ে এলে তাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে দেয়। পরে স্থানীয়রা নাসরিন বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
×