ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুনাফা অর্জনে ইতিহাদের অভিনব পন্থা

প্রকাশিত: ০৬:২৮, ৫ জুলাই ২০১৭

মুনাফা অর্জনে ইতিহাদের অভিনব পন্থা

মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজার এবং তেলের লাগাতার দরপতনের কারণে আশানুরূপ মুনাফা অর্জনে ব্যর্থ হচ্ছে আবুধাবিভিত্তিক আকাশসেবা সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। মুনাফা অর্জনের উদ্দেশে বর্তমানে অভিনব পন্থা অবলম্বন করছে ইতিহাদ। সামনের দিনগুলোতে অনলাইনে যাত্রীদের পাশের সিটও নিজের সিট হিসেবে ভাড়া নেয়ার সুবিধা দিতে যাচ্ছে। দূরপাল্লার আকাশসেবা প্রদানকারী সংস্থাটি যাত্রীদের জন্য ‘নেবার ফ্রি সিটের’ সুবিধা চালু করেছে। এ সুবিধা ইকোনমি ক্লাসের যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ করে দেবে। সম্প্রতি এক ই-মেইল বিবৃতিতে ইতিহাদ জানায়, এ সুবিধা গ্রহণ করে যাত্রীরা নিজ সিটের উভয় পাশে সর্বোচ্চ তিনটি সিট ভাড়া করতে পারবেন। এছাড়া অতিরিক্ত ২৫০ ডলার প্রদান করে আবুধাবিতে বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহার করতে পারবেন ইকোনমি ক্লাসের যাত্রীরা। -অর্থনৈতিক রিপোর্টার বাজারে চাহিদার শীর্ষে টেম্পারড গ্লাস ডোর ফ্রিজ ঈদ-উল-ফিতর উপলক্ষে এবার গত বছরের তুলনায় সব ধরনের হোম এ্যাপ্লায়েন্সেস বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে নন-ফ্রস্ট ফ্রিজের বিক্রি ব্যাপক বেড়েছে। টেম্পারড গ্লাস ডোর, ব্যাচেলর ও বার ফ্রিজ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে রমজান মাসে দুই লাখের বেশি ফ্রিজ এবং ৫৭ হাজার এলইডি টেলিভিশন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ওয়ালটন। গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি হোম এ্যাপ্লায়েন্সেস বা গৃহস্থালী পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নেয় দেশীয় ব্র্যান্ডটি। লক্ষ্যমাত্রা পূরণে রোজার শুরুতেই বাজারে আসে ২৬টি নতুন মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজ, ৩২ ইঞ্চির ৬ মডেলের এলইডি টিভি। নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্সেসের মধ্যে রয়েছে রাইস কুকার, জুসার, ব্লান্ডারসহ বেশ কয়েকটি পণ্য। ওয়ালটনের নতুন মডেলের ইনভার্টার প্রযুক্তির নন-ফ্রস্ট ও টেম্পারড গ্লাস ডোরের রেফ্রিজারেটর, ২৪ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×