ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাশুড়িকে বিয়ে করায় জামাতার দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জুলাই ২০১৭

শাশুড়িকে বিয়ে করায় জামাতার দুই বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বাড়িতে স্ত্রীকে রেখে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে অভিযুক্ত মেয়ের জামাতাকে দুই বছর এবং শাশুড়িকে এক বছরের কারাদ- দিয়েছে আদালত। সোমবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত মেয়ে-শাশুড়ির স্বামী গৌরাঙ্গ দাশ (৫০) চকরিয়া ডুলাহাজারা মালুমঘাট স্টেশন এলাকার বাসিন্দা এবং কক্সবাজার সদর পিএমখালীর মৃত হরিশ চন্দ্র দাশের পুত্র। একবছরের দ-প্রাপ্ত শাশুড়ি সন্ধ্যা রাণী দাশ (৫৫) চট্টগ্রামের বাঁশখালী গুনাগরী গ্রামের মৃত সাধন চন্দ্র দাশের স্ত্রী। আদালতের রায় ঘোষণার আগে আদালতে আত্মসমর্পণ করেন গৌরাঙ্গ। রায় ঘোষণা শেষে গৌরাঙ্গকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক। অবশ্য শাশুড়ি সন্ধ্যা রাণী বর্তমানে পলাতক আছে। সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী গুনাগরী গ্রামের মৃত সাধন চন্দ্র দাশের কন্যা লাকী দাশকে বিয়ে করেন চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট স্টেশন এলাকার গৌরাঙ্গ দাশ। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। ২০০৫ সালের প্রথমদিকে গৌরাঙ্গ দাশ তার আপন শাশুড়ি সন্ধ্যা রাণী দাশকে মালুমঘাটস্থ বাড়িতে এনে রাখে। এরপর থেকে শাশুড়ির সঙ্গে অবৈধ মেলামেশা শুরু করলে খোদ পরিবার সদস্যরা তা দেখে ফেলে। এ নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হলে শাশুড়ি সন্ধ্যা রাণীকে নিয়ে নিরুদ্দেশ হয়ে পড়ে মেয়ের জামাই গৌরাঙ্গ দাশ। এ ঘটনায় স্বামী গৌরাঙ্গ ও মা সন্ধ্যা রাণী দাশের বিরুদ্ধে আদালতে মামলা করেন কন্যা লাকী দাশ। আদালত অভিযোগ আমলে নিয়ে তৎকালীন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্তের জন্য নির্দেশ দিলে ২০১১ সালে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।
×