ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের সঙ্গে যুব ফুটবলারদের তুলনা করতে চান না এ অস্ট্রেলিয়ান

যুবাদের সঙ্গে কাজ করে মজা পাচ্ছেন কোচ অর্ড

প্রকাশিত: ০৬:৩২, ৪ জুলাই ২০১৭

যুবাদের সঙ্গে কাজ করে মজা পাচ্ছেন কোচ অর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জুলাইয়ে কোচ এ্যান্ড্রু অর্ডের অধীনে এএফসি অনুর্ধ-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের বাছাইপর্বে অংশ নিতে ফিলিস্তিনে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তাই জোর প্রস্তুতি সেরে নিচ্ছে ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলের হারানো সুনাম ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এই বাছাইপর্বকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। প্রায় একমাস ধরে বিকেএসপিতে যুব দলকে অনুশীলন করাচ্ছেন তিনি। আপাতত জাতীয় সিনিয়র দলের কোন খেলা না থাকায় অর্ডকে দায়িত্ব দেয়া হয়েছে যুব দলের ভার নিতে। এ প্রসঙ্গে অর্ড বলেন, ‘আমি খেলোয়াড়দের যেভাবে দিকনির্দেশনা দিচ্ছি, তারা সেভাবেই সেটা অনুসরণ করছে। দিন দিন ওরা উন্নতি করছে। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে কাজ করে মজাই লাগছে।’ স্বাগতিক ফিলিস্তিন ছাড়াও তাজিকিস্তান ও জর্দানকে গ্রুপ পর্বে পেয়েছে বাংলাদেশ। তাই বাছাইপর্ব উৎরাতে দল কতটা প্রস্তুত তার জবাবে অস্ট্রেলিয়ান কোচের কণ্ঠে ঝরেছে অনেকটা হতাশার ছাপ, ‘রক্ষণভাগ বলেন বা মাঝমাঠে বলেন, সবদিক থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা ধীরে ধীরে উন্নতি করছে। তবে ফরোয়ার্ড পজিশনে সমস্যা আছে। এখন পর্যন্ত তেমন কোন ভাল স্ট্রাইকার দেখিনি। বেশিরভাগ স্ট্রাইকারই অসুস্থ ও ইনজুরিতে আক্রান্ত। তাই তাদের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবেই একটা পূর্ণ দল নিয়ে চিন্তা করতে পারব। তবে এই দলটিকে যদি এখনই জাতীয় সিনিয়র দলের সঙ্গে তুলনা করতে বলেন তাহলে আমি তাতে রাজি নই। এএফসির এই টুর্নামেন্টটা খেলার পরই বলতে পারব তুলনার কথা।’ সর্বশেষ ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে টিকিটাকা কৌশলে ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু অর্ড চান যতটা সম্ভব আক্রমণাত্মক ফুটবল খেলিয়ে দলের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে, ‘আমি কোন নির্দিষ্ট একটি কৌশল অনুসরণ করায় বিশ্বাসী নই। পরিস্থিতি বুঝে যে কোন কৌশলই রপ্ত করতে হবে। তবে আমি চাই দলকে যতটা সম্ভব আক্রমণাত্মক ফুটবল খেলানোর।’ ঈদের ছুটি শেষ। তাই ছুটির সময়টাকে কাজে লাগাতে অর্ড ব্যস্ত ছিলেন নিজের ভিসার মেয়াদ বাড়িয়ে নেয়ার কাজে। ছুটি কাটিয়ে সাভারের জিরানির বিকেএসপিতে অবস্থিত বাংলাদেশ অনুর্ধ-২৩ ফুটবল দলের ক্যাম্পে আবারও যোগ দিয়েছেন তিনি। ঈদের আগে ক্যাম্পে রিপোর্ট করেছিলেন ৩৩ ফুটবলার। ঈদের পর ইতোমধ্যে ইনজুরি কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন আরও তিন ফুটবলারও। ফলে সংখ্যাটা এখন ৩৬। ছুটি থেকে ফিরে শনিবার তাই পূর্ণাঙ্গ দল নিয়েই দুই বেলা অনুশীলন করতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই কোচ। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (‘ই’ গ্রুপ) অংশ নেবে বাংলাদেশ যুব ফুটবল দল। ফিলিস্তিনে এই আসর শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে। এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে জর্দান, তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো খেলতে হবে যথাক্রমে ১৯, ২১ এবং ২৩ জুলাই। বাংলাদেশ দলের হয়ে এটাই হবে ইংলিশ বংশোদ্ভূত অর্ডের প্রথম পরীক্ষা। বাংলাদেশ অনুর্ধ-২৩ দলের ক্যাম্প শুরু হয় গত ২০ জুন থেকে। চারদিনের ঈদের ছুটি কাটিয়ে শুক্রবারই বিকেএসপিতে রিপোর্ট করেন দলের ফুটবলাররা। তবে সেদিন দলের সঙ্গে ছিলেন না অর্ড। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও শুক্রবার জানান শনিবার দলের দায়িত্ব নেবেন অর্ড। মূলত শুক্রবার কোন অনুশীলন করেনি জাতীয় দল। কেননা মাঝে ছিল চারদিনের ছুটি। তাই ক্যাম্পে ফিরে একটি রিকভারি সেশন কাটান ফুটবলাররা। তাই ওইদিন অর্ড না থাকাতেও ক্যাম্পে কোন সমস্যা হয়নি। এএফসি অনুর্ধ-২৩ এর বাছাইপর্ব শুরুর সময় আর খুব বেশি নেই। এর মধ্যে তিনটি অনুশীলন ম্যাচ খেলিয়ে শিষ্যদের ঝালাই করে নেবেন অর্ড। এরপর দল ছোট করে আগামী ১৬/১৭ জুলাই ফিলিস্তিনের উদ্দেশে দল নিয়ে ঢাকা ছাড়বেন তিনি।
×