ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ নাগেশ্বরীতে

প্রকাশিত: ০৫:১৬, ৪ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ নাগেশ্বরীতে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি টাকার বিনিময়ে রাজাকার-আলবদর ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে চেয়ারম্যান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা মজিবর রহমান বীরবলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, পৌর কমান্ডার নুর মোহাম্মদ নুরু, সাবেক পৌর মেয়র হোসেন ফাকু, সাবেক উপজেলা কমান্ডার মতিয়ার রহমান মতি প্রমুখ। রসিক মেয়রের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ জুলাই ॥ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু রবিবার বিকেলে নগরীতে হামলার শিকার হয়েছেন। এর প্রতিবাদে সোমবার ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে। ফলে সিটি কর্পোরেশন কার্যালয়ে সকল কাজকর্ম স্থবির হয়ে পড়ে। সোমবার নগরীতে কোন পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেনি। ফলে নগরীর সর্বত্র ময়লা আবর্জনার স্তূপ জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে। সরেজমিন রংপুর নগরীর সিটি বাজার, মুন্সিপাড়া, মুলাটোল, রবার্টসনগঞ্জ, জুম্মাপাড়া, টার্মিনাল, বাবুপাড়া, শাপলা চত্বর, তাজহাট, সাতমাথা মাহিগঞ্জ, মেডিক্যাল মোড়, কারমাইকেল কলেজ মোড় লালবাগ, কাচারীবাজারসহ ৩৩টি ওয়ার্ডের কোন ময়লা অপসারণ করা হয়নি। সোমবার সকাল ৯টা থেকে কালো ব্যাজ ধারণ করে তারা কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির ফলে পুরো সিটি কর্পোরেশন অচল হয়ে পড়ে। এদিকে গ্রেফতারকৃত যুবক সাদ্দামের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে পুলিশ জানায় এর আগেও হামলাকারী সাদ্দাম হোসেনকে একাধিকবার অস্বাভাবিক আচরণের কারণে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভারতের ভ্রমণ ভিসা আরও সহজ হলো স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারত ভ্রমণেচ্ছুদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। এখন থেকে ভ্রমণ ভিসা প্রত্যাশীদের আবেদনপত্রের সঙ্গে কোন টিকেট জমা দিতে হবে না। সাক্ষাতকারের জন্য কোন তারিখও আগে থেকে ঠিক করতে হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে নির্ধারিত ভিসা সেন্টারে এসে আবেদনপত্র জমা দিতে পারবেন। পরীক্ষামূলকভাবে শুধু চট্টগ্রামে এ পদ্ধতি কার্যকর করা হচ্ছে। ভারতীয় সহকারী হাইকমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×