ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জলোচ্ছ্বাস ভীতি থাকছে না

প্রকাশিত: ০৫:১২, ৪ জুলাই ২০১৭

জলোচ্ছ্বাস ভীতি থাকছে না

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ জুলাই ॥ অবশেষে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভাসহ সংলগ্ন লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ৬০ হাজার মানুষের জলোচ্ছ্বাস আতঙ্ক কেটে যাচ্ছে। দুই ইউনিয়নসহ কুয়াকাটা পৌর এলাকা ঘেরা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিধ্বস্ত পাঁচশ’ মিটার অংশ জরুরী মেরামত করা হচ্ছে। এছাড়া সাগরঘেঁষা দুই ইউনিয়নসহ কুয়াকাটা পৌর এলাকার রক্ষাকবচ ৩৯ কিলোমিটার বেড়িবাঁধ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আধুনিকভাবে বন্যা কিংবা জলোচ্ছ্বাস প্রতিরোধের মতো করে পুনর্নির্মাণ করা হবে। বাঁধটির উচ্চতা দেড় মিটার (পাঁচ ফুট) উঁচু করা হবে। সম্পূর্ণ বাঁধটির পাদদেশ বর্তমানের চেয়ে আরও ৩৫ ফুট প্রশস্ত করা হবে। বাঁধটি ১২০ ফুট প্রস্থ করা হচ্ছে। এছাড়া সিসি ব্লক প্লেসিং করে রিভার সাইটে এক মিটার উঁচু করলে পাঁচ মিটার স্লোপ থাকছে। একইভাবে কান্ট্রি সাইটে এক মিটার উচ্চতায় দুই মিটার স্লোপ থাকবে। বাঁধটির আধুনিকায়নের মধ্যে টপে পর্যটকের ভ্রমণের জন্য ওয়াকিং জোন থাকছে। এর পাশে নির্দিষ্ট দূরত্বে থাকবে বেঞ্চি টাইপের সিসি ব্লক। যেখানে বসে আগতরা জমিয়ে আড্ডার পাশাপাশি স্বল্পকালীন বিশ্রামও নিতে পারবে। এক কথায় দীর্ঘ বাঁধটি হবে দৃষ্টিনন্দন। এজন্য বিশ^ ব্যাংক ইতোমধ্যে ১৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শুধু জলোচ্ছ্বাস ঠেকানো উদ্দেশ্য নয়। কুয়াকাটাকে পর্যটকের কাছে আকর্ষণীয় করতে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এমন পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই মাসের মধ্যে বাঁধটির তিনটি পয়েন্ট মাঝিবাড়ি, খাজুরা ও মিরাবাড়ির চরম ঝুঁকিপূর্ণ পাঁচশ’ মিটার অংশের ভাঙ্গন রোধে জরুরী রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে। ৪৮ নম্বর পোল্ডারের এ বাঁধটির ৩৯ কিলোমিটার দীর্ঘ স্লোপে বসবাসকারীদের ক্ষতিপূরণের উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে। প্রায় তিনশ’ পরিবার এ ক্ষতিপূরণ পাচ্ছে। ইতোপূর্বে মাঝিবাড়িসহ মিরাবাড়ির দিকে তিন কিলোমিটার বেড়িবাঁধ সিসি ব্লক দিয়ে প্রটেকশন করা হয়। যার কাজের মান নিয়ে তখন সাধারণ মানুষ ও কুয়াকাটার লগ্নিকারকরা প্রশ্ন তোলেন। তবে এখন সম্পূর্ণ বেড়িবাঁধটি উঁচু করাসহ পুনর্নির্মাণের খবরে কুয়াকাটার লগ্নিকারকসহ হাজারো ব্যবসায়ীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, সাগরের অব্যাহত তীব্র ভাঙ্গনে সৈকতের বেলাভূমি ভাঙ্গনের কবলে পড়ে। এমনকি মানুষ ও তাদের সম্পদ রক্ষাকবচ বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের তিনটি স্পটে তীব্র ভাঙ্গন দেখা দেয়। রিভার সাইটের স্লোপসহ মূল বাঁধের টপ এক-তৃতীয়াংশ বিলীন হয় মাঝিবাড়ি ও মিরাবাড়ি স্পটে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সিসি ব্লক দিয়ে ভাঙ্গন রোধে প্রটেকশন দেয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকা। কিন্তু কুয়াকাটায় লগ্নিকারকসহ সেখানকার হাজারো ব্যবসায়ী এবং এক লাখ মানুষ জলোচ্ছ্বাস ঝুঁকিতে শঙ্কিত হয়ে পড়ে। বর্তমানে বাঁধটি উঁচু করাসহ পুনর্নির্মাণের খবরে কুয়াকাটার সাধারণ মানুষসহ ব্যবসায়ী, লগ্নিকারকদের মধ্যে জলোচ্ছ্বাস ও বন্যাভীতি কেটে গেছে।
×