ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বান্দরবানে বোনকে হত্যার অভিযোগে ছোট বোন গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৯, ২ জুলাই ২০১৭

বান্দরবানে বোনকে হত্যার অভিযোগে ছোট বোন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১ জুলাই ॥ বান্দরবান শহরের বালাঘাটা এলাকার ভরাখালী এলাকায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম নাছিমা আক্তার (৩২) এবং গ্রেফতারকৃত ছোট বোন হলেন সুমি আক্তার। তারা চট্টগ্রাম লোহাগাড়ার নুরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী নাছিমা আক্তারকে লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে সে জ্ঞান হারালে তাকে গলা চেপে ধরে হত্যা করা হয়। পরে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে, লাশ হাসপাতালে রেখেই স্বামী পালিয়ে যায়। জানা গেছে, এক বছর আগে আনোয়ার হোসেন তার স্ত্রী নাছিমা আক্তারের আপন ছোট বোন সুমিকে বিয়ে করে এবং শহরের ভরাখালী এলাকায় দুটি ঘর তুলে আলাদাভাবে দুই স্ত্রীকে রাখে। এ নিয়ে পরিবারে প্রায় ঝগড়াবিবাদ হতো। কয়েকবার এলাকায় সালিশ হলেও তার সমাধান না হওয়ার কারণে এই হত্যাকা- বলে জানান স্থানীয়রা। নিহতের আরেক বোন শাহিনা আক্তার বলেন, বোনকে হত্যার পর তার স্বামী আমাকে ফোন করে বলে তোর বোন বিষ পানে মারা গেছে, পরে স্থানীরা জানান স্বামী নিজেই তাকে মেরে আত্মহত্যা বলে প্রচার চালায়। এদিকে হত্যাকা-ের সময় নিহত নাছিমা আক্তারের তিন শিশুসন্তান ঘরে থাকলেও শনিবার সকাল থেকে তাদের কোন হদিস মিলছে না, হত্যাকা-ের প্রত্যক্ষদর্শী তিন সন্তান হত্যাকা-ের ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে তা প্রকাশ করে দিতে পারে এই আশঙ্কায় তাদের লুকিয়ে ফেলা হয়েছে বলে মনে করছে স্থানীয়রা। ঈশ্বরদী পৌর মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মাছ লুটের মামলা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ৪১ লাখ টাকা মূল্যের পুকুরের মাছ ও মাছের খাদ্য লুটের অভিযোগে শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় এ মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব। জানা যায়, ষড়যন্ত্রমূলক মামলায় গত ১৭ মে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল গ্রেফতার হয়। এ সুযোগে ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে পুকুরের মাছ ও মাছের খাদ্য লুট করা হয়। শহরের পাতিবিল এলাকার ৬ টি পুকুরের প্রায় ২৬ লাখ টাকার মাছ ও ১৫ লাখ টাকা মূল্যের মাছের খাদ্য পর্যায়ক্রমে মেয়রের সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে লুট করানো হয়। এ ঘটনার পর গত ১৬ জুন আলাউদ্দিন বিপ্লব বাদী হয়ে আবুল কালাম আজাদ মিন্টুকে ১ নং আসামি করে ১৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন। এ মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের হোসেন বিশ্বাস ও পৌর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন লাবুকেও আসামি করা হয়েছে।
×