ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা তৃতীয়বার রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০৫:০০, ২ জুলাই ২০১৭

টানা তৃতীয়বার রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে ২০১৪-১৫ অর্থবছর, ২০১৫-১৬ অর্থবছরের পর টানা তৃতীয়বারের মতো এবারও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে সংস্থাটি। এনবিআর সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে ১ লাখ ৮৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়। অর্থবছরের ৩০ জুন পর্যন্ত (সাময়িক) ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আগামী ২৫ জুলাই চূড়ান্ত রাজস্ব বিবরণী পাওয়া গেলে রাজস্ব আহরণের পরিমাণ আরও বাড়বে। সূত্র আরও জানায়, পেট্রোবাংলার কাছ থেকে ২৩ হাজার কোটি টাকা বকেয়া আদায় হলে রাজস্বের পরিমাণ আরও বাড়ত। এছাড়া সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার কোটি টাকা (বিভিন্ন প্রকল্পে ভবিষ্যতের বিনিয়োগ) অব্যাহতি; ব্যাংকিং খাতে ১৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি; ঈদ ও রমজানের দীর্ঘ ছুটি এবং নতুন ভ্যাট আইন নিয়ে বিশেষ কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে রাজস্ব আহরণ কিছুটা কম হয়েছে। টানা তৃতীয়বারের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সরকারী-বেসরকারী সংস্থা, করদাতা-অংশীজনদের ধন্যবাদ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, এই সাফল্যের অংশীদার সরকারী-বেসরকারী সংস্থা, করদাতা-অংশীজন ও দেশের সব নাগরিক। তারা সব সময় এনবিআরের পাশে ছিলেন। আয়কর ও ভ্যাট মেলায়, ভ্যাট ও আয়কর দিবসে, আন্তর্জাতিক কাস্টমস দিবসে তাদের সক্রিয় সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা রাখি। উচ্চাবিলাসী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করায় রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী এই সাফল্যের দাবিদার। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের সাফল্যের যুগপৎ পথচলা অশেষ হোক। নজিবুর রহমান বলেন, স্বাধীনতার পর লক্ষ্যমাত্রার রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে এনবিআর। ‘লক্ষ্যমাত্রা’ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা, সন্দেহ আর হতাশার মধ্যেও রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি আমরা। বর্তমান গতিশীলতা ধরে রাখলে নতুন অর্থবছরে বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন নজিবুর রহমান। লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সক্রিয় তত্ত্বাবধানের জন্য ধন্যবাদ জানান এনবিআর চেয়ারম্যান। এনবিআর সূত্র জানায়, নজিবুর রহমান এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার সময়ে ২০১৪-১৫ অর্থবছরে প্রথমবার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করে এনবিআর। সেই বার ১ লাখ ৩৫ হাজার ৭০৯ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ২৩৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫ হাজার ৫২৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে এনবিআর। রাজস্ব কর্মকর্তারা বলেন, প্রতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করে আসছে এনবিআর; যা অর্থমন্ত্রীর অনুমোদনে চূড়ান্ত হয়। চ্যালেঞ্জ উত্তরণে সম্ভাবনাময় বৃহৎ ও মাঝারি করদাতা চিহ্নিত করে তাদের মনিটর করা হয়।
×