ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:৫৯, ২ জুলাই ২০১৭

ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৭৬ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। এই কোম্পানিটির ৬ লাখ ৬১ হাজার ৯৫৩টি শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল বিএটিবিসি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫৫ হাজার ৮৮২টি শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ২ লাখ ৫৭ হাজার ২৭৭টি শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। চতুর্থ অবস্থানে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ লাখ ৫৭ হাজার ২৭৭টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। ৫ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করে তালিকার পঞ্চম অবস্থানে ছিল একমি ল্যাবরেটরিজ লিমিটেড। যার আর্থিক মূল্য ৫ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে - যমুনা ব্যাংক, ম্যারিকো, রেনেটা, এসিআই লিমিটেড, অগ্নি সিস্টেম, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক, সিঙ্গার বিডি, শাহজিবাজার পাওয়ার, এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন। কমিশন চার্জ কমাচ্ছে সিএসই অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার লেনদেনে কমিশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাল্ক ট্রানজেকশন এবং বিদেশিদের লেনদেনে এখন থেকে ০.০০৪ শতাংশ কমিশন চার্জ নেয়া হবে। যা শনিববার থেকে কার্যকর হবে। তবে এই সুবিধা পেতে ৫০ লাখ টাকার ওপরে লেনদেন থাকতে হবে বলে সিএসই সূত্রে জানা গেছে। সূত্র মতে, এতোদিন বাল্ক ট্রানজেকশন এবং ফরেন ট্রানজেকশনে কমিশন চার্জ ০.০০৬ শতাংশ ছিল। সেখানে ০.০০৪ শতাংশ কমিশন চার্জ নির্ধারণ করে গত ২২ জুন সংশ্লিষ্ট সকল ট্রেকহোল্ডারদের চিঠি পাঠিয়েছে সিএসই। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি ও বড় বিনিয়োগকারীদের লেনদেনে আগ্রহ তৈরি করার জন্য সিএসইর কমিশন চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা শনিবার থেকে কার্যকর হয়। কমিশন চার্জ কমানোয় অধিক পরিমাণ লেনদেন হবে। এতে ট্রেকহোল্ডার ও সিএসই’র সার্বিক লেনদেন আগের তুলনায় বৃদ্ধি পাবে বলে মনে করছে সিএসই। এ ব্যাপারে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম.সাইফুর রহমান মজুমদার জানান, সিএসইতে যারা বাল্ক ট্রানজেকশন এবং ফরেন ট্রানজেকশন করে তাদের দীর্ঘদিনের একটা দাবী ছিল যেনো লেনদেনে কমিশন চার্জ কমিয়ে দেয়া হয়। মূলত তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের লেনদেনে আরো উৎসাহ দেয়ার জন্য কমিশন চার্জ কমিয়ে দেয়া হয়েছে।
×