ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাক্সের ঈদ নাটক যেমন হলো

প্রকাশিত: ০৩:৪৪, ২ জুলাই ২০১৭

লাক্সের ঈদ নাটক যেমন হলো

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি ঈদের নাটক নিয়ে দর্শকের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। এবারের ঈদ উপলক্ষে আরটিভিতে প্রচার হচ্ছে ‘লাক্স চিরচেনা সৌরভের গল্প’ শীর্ষক সাতটি নাটক। যেখানে সাতটি উপন্যাসের ‘অনুপ্রেরণায়’ সাতটি নাটক নির্মিত হয়েছে। প্রতিটি নাটকের গল্প বলার ধরন, লোকেশন ও অভিনয়ে যতেœর ছাপ ছিল লক্ষণীয়। ঈদের তৃতীয় দিনে প্রচার হয় মাবরুর রশিদ বান্না পরিচালিত গর্ভধারিণী উপন্যাসের অনুপ্রেরণায় ‘মুখশের আড়ালে’। নাটকটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। প্রচারের পর অনেকই বলছেন এমন সামাজিক মেসেজ নির্ভর নাটক আরও বেশি বেশি হওয়া উচিত। তবে কেউ কেউ সমালোচনা করছেন নাটকগুলোতে মূল উপন্যাসের গল্পের প্রতিফলন দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে এশিয়াটিক মাইন্ডশেয়ারের হেড অব কনটেন্ট মারুফ রেহমান বলেন, এখানে কোন উপন্যাসেরই নাট্যরূপ দেয়া হয়নি। আমরা উপন্যাসের অনুপ্রেরণায় আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাটকের গল্প সাজিয়ে ছিলাম। এই কথাটা নাটকের শুরু ও শেষে বলা হয়েছে। ‘মুখোশের আড়ালে’ নাটকে দেখা যায় একটি মেয়ে সুইসাইড করে। যথারীতি সমাজ তাকে দোষ দেয়। ভাল মেয়ে কেন সুইসাইড করতে যাবে? এই একতরফা দোষ দেয়ার বিষয়টা মেয়েটির বন্ধুদের ভাল লাগল না। তারা প্রতিবাদ করে। সেই সঙ্গে সুইসাইড করার পেছনের কারণটা বের করার চেষ্টা করে। খুঁজতে গিয়ে তারা একজন রেপিস্টের মুখোমুখি হয় যিনি কিনা প্রভাশালী। তার প্রভাবের কারণে সে সবকিছু থেকে ধরা ছোঁয়ার বাইরে। এই লোক কিভাবে মেয়েদের ট্রাপে ফেলে এটাই সবাই মিলে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করে। গর্ভধারিণী উপন্যাসে একদল তরুণের অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল আমাদের অনুপ্রেরণা। প্রচলিত নিয়মের বিরুদ্ধেও যে অবস্থান নেয়া যায় সেটাই আমাদের অনুপ্রেরণা। এই নাটকটির সঙ্গে এখন নেটফ্লিক্সের একটি সিরিয়ালেরও তুলনা করা হচ্ছে। নেটফ্লিক্সের এই সময়ের খুব জনপ্রিয় একটা সিরিজের মূল গল্প সুইসাইড। একটা মেয়ে সুইসাইড করে, বন্ধুরা তার তদন্ত করে। মুখশের আড়ালে নাটকের সুইসাইড এর ‘ধরন’, ‘কারণ’ এবং ‘বিবরণ’ সবকিছুই নেটফ্লিক্স এর থেকে আলাদা। শুধু মেয়েটার মরে যাওয়াটাই মিল। হ্যাঁ ওখানেও বন্ধুরা তদন্ত করে। কিন্তু সেই তদন্তের ধরন এই নাটকের মতো না। এই সব সমালোচনাকেও পজেটিভ ভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। কারণ দর্শক নাটক দেখছে। ঈদের সময় সব চেয়ে বড় চ্যালেঞ্জ থাকে দর্শককে দেশীও নাটকের প্রতি আগ্রহী করে তোলা। সেটা এবারের কিছু নাটক করতে পেরেছে। সামাজিক মাধ্যমে আলোচনা চলছে ছবিয়ালের নাটক নিয়েও। ছবিয়ালের ভাই ব্রাদারদের গল্প বলার ধরনের সঙ্গে দর্শক পরিচিত। কিন্তু এই পর্যন্ত প্রচার হওয়া প্রতি নাটক ছিল দর্শকের জন্য চমক। রেদওয়ান রনি পরিচালিত ‘মিস্টার জনি’ দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। যেখানে একটি কুকুরের প্রতি মানুষের ভালবাসার গল্প দেখানো হয়েছে। ওদিকে আদনান আল রাজিবের ‘বিকেল বেলার পাখি’ নাটকে মধ্যবিত্ত পরিবারের চাওয়া পাওয়ার টানাপোড়েন দেখে দর্শক মুগ্ধ হয়েছে।
×