ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাইস চেয়ারম্যানকে হত্যাচেষ্টা

দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:১০, ২৩ জুন ২০১৭

দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গনিসহ নয় জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন একই উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। বুধবার রাতে দায়ের করা এই মামলায় পুলিশ দুই আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাকে গ্রেফতার করেছে। তবে উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মামলার সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন মিটিং চলাকালে ভাইস চেয়ারম্যান তার ওপর হামলা করলে তার দেহরক্ষী ও অফিস কর্মচারীরা তা প্রতিরোধ করেন। ভাইস চেয়ারম্যান মাহবুব তার অস্ত্রটি কেড়ে নেয়ার চেষ্টা করলে দুপক্ষে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। বাদী ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের অভিযোগ, গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের অফিসে টিআর ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ নিয়ে মিটিং চলছিল। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কিছু বাদানুবাদ হবার সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যানের হুকুমে নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তার ভাড়াটেরা তাকে গুলি করে হত্যার চেষ্টা করে। ওই অস্ত্র ( শটগান) দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয় । আদিবাসীদের সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জুন ॥ বৃহস্পতিবার সাপাহারে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানীভাতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির সাড়ে ৫ লাখ টাকা এবং দুস্থ অসহায় পরিবারের মাঝে ২০টি সেলাই মেশিন এবং ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ হাজার টাকা ২৭ জনের মাঝে এবং বজ্রপাতে নিহত দু’টি পরিবারের মাঝে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া মসজিদ ও ঈদগাহ সংস্কারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার এমপি। ঈদবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ জুন ॥ ভোলায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদের শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভোলা পুলিশ প্রশাসন ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে ঈদের বস্ত্র দরিদ্রদের মঝে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ জেলা পুনাকের সভানেত্রী ফারজানা তানজীম। ভোলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) সাব্বির হোসেন।
×